সাংবাদিকদের ব্যাংক হিসাব তলবের প্রতিক্রিয়া
বাংলাদেশে সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের ১১ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ৷ এই ঘটনা ‘উদ্দেশ্যমূলক’ বলছেন সাংবাদিক নেতারা৷
১১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের ১১ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ৷ ১২ সেপ্টেম্বর বিএফআইইউ থেকে এ বিষয়ে একটি চিঠি সকল ব্যাংকে পাঠানো হয়েছে৷ একটি ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজকে জানান, চিঠিতে ওই ১১ সাংবাদিকের নাম, সাংগঠনিক পদবি, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বর দিয়ে ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে৷
যাদের হিসাব চাওয়া হয়েছে
প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিএনপি অংশের সভাপতি আব্দুল কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, আওয়ামী লীগ অংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএনপি অংশের এম আব্দুল্লাহ, নুরুল আমিন রোকন, আওয়ামী লীগ অংশের মোল্লা জালাল, আব্দুল মজিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির মুরসালীন নোমানী ও মসিউর রহমান খান৷
জাতীয় প্রেসক্লাবের বিবৃতি
১৫ সেপ্টেম্বর প্রেসক্লাবের এক বিজ্ঞপ্তিতে ব্যাংক হিসাব তলবের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়৷ এই ঘটনাকে ‘উদ্দেশ্যমূলক’ হিসেবে বর্ণনা করা হয়৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘... প্রচলিত আইনে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হতেই পারে৷ কিন্তু শুধুমাত্র একটি পেশার সকল সংগঠনের নির্বাচিত শীর্ষ নেতাদের নামে ঢালাও এই সিদ্ধান্ত বিশেষ উদ্দেশ্যমূলক বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে৷’’
সংবাদ সম্মেলন
১৮ সেপ্টেম্বর বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ব্যানারে একটি সংবাদ সম্মেলন করা হয়৷ এতে বলা হয়, ‘‘সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংগঠনগুলোর নির্বাচিত নেতাদের ব্যাংক হিসাব এভাবে তলব করা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা৷ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত হতেই পারে৷ কিন্তু সাংবাদিক সংগঠনগুলোর নেতাদের নামে ঢালাওভাবে এ ধরনের পদক্ষেপ উদ্দেশ্যমূলক৷’’
তথ্যমন্ত্রীর বক্তব্য
২০ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘‘সরকার যে কারও ব্যাংক হিসাব তলব করতে পারে৷ এমপি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাদেরও ব্যাংক হিসাব তলব হয়৷ তবে কেউ স্বচ্ছ থাকলে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই৷ কারণ, এই ব্যাংক হিসাব থেকে যখন তাদের স্বচ্ছতা বেরিয়ে আসবে, তখন মানুষের সামনে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে৷’’
‘অপ্রত্যাশিত’ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
২০ সেপ্টেম্বর সাংবাদিক ইউনিয়ন নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের ব্যাংক হিসাব তলবের চিঠিকে ‘অপ্রত্যাশিত’ বলেন৷ এ ব্যাপারে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছেন বলেও জানান৷
বিএনপির প্রতিক্রিয়া
২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কর্তৃত্ববাদী সরকারের দমন-নিপীড়ন থেকে সাংবাদিকেরাও রেহাই পাচ্ছেন না৷ সত্য প্রকাশে সাংবাদিকদের টুঁটি চেপে ধরার পর এখন সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব সাংবাদিকদের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টির একটি নতুন কৌশল৷ এ ঘটনাকে উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করে তিনি বলেন, নজিরবিহীন এ ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের বিরুদ্ধে চরম হুমকি৷
বৃহস্পতিবারের সমাবেশ স্থগিত
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের অনুরোধে সাংবাদিকদের ডাকা বৃহস্পতিবারের সমাবেশ স্থগিত করা হয়৷ সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে হাছান মাহমুদ জানান, বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন৷ সরকার দ্রুত এ সমস্যা সমাধানে সচেষ্ট৷ তাই এ বিষয়ে সহযোগিতার পরিবেশ রক্ষায় কর্মসূচি স্থগিত রাখার জন্য তিনি সাংবাদিক নেতাদের অনুরোধ করেন৷ সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসা পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে৷