সাঁওতালদের বাড়িতে আগুন দিলো পুলিশ
১২ ডিসেম্বর ২০১৬ভিডিওতে এটাও স্পষ্ট হয়েছে যে আইন-শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বেই সাঁওতালদের বাড়িঘরে আগুন দেয়া হয়৷ এ ব্যাপারে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘পুলিশও আগুন দিয়েছে, দুর্বৃত্তরাও আগুন দিয়েছে৷'' তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে৷ তারা দাবি করছে, ‘‘পুলিশ আগুন দিতে নয়, আগুন নেভাতে গিয়েছিল৷''
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে সাঁওতালদের জমিতে চিনিকলের আখ কাটাকে কেন্দ্র করে গত ৬ নভেম্বর সংঘর্ষ হয়৷ সংঘর্ষে তিনজন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে৷ পুলিশের ৯ সদস্যও আহত হন৷ সংঘর্ষের পর সাঁওতালদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে৷ সেই ঘটনার পর একমাসেরও বেশি সময় পার হয়েছে৷ এরইমধ্যে ঐ ঘটনার পর গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিলেও তাতে ঘটনার জন্য পুলিশকে দায়ী করা হয়নি৷ দায়ী করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যানসহ ভূমি দস্যু ও তাদের সহযোগীদের৷
কিন্তু নতুন ভিডিও ফুটেজ পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে৷ বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল এবং এবং একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই সাড়ে তিন মিনিটের ফুটেজ প্রকাশ করেছে৷
ফুটেজে দেখা যায় প্রথমে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে একটি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন৷ এরপর কাছে গিয়ে পুলিশের কয়েকজন সদস্য বাড়ির দরজায় লাথি মারছেন৷ তারপর একজন পুলিশ সদস্য আগুন দিচ্ছেন৷ এসময় সাদা পোশাকে একজন তাঁকে সহায়তা করেন৷ ঐ পুলিশ সদস্য আগুন ছড়িয়ে দেয়ার কাজও করেন৷ আগুন লাগানোর সময় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা পিছনে দাঁড়িয়ে থাকেন৷ আগুনে ঘরটি পুড়ে শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন৷
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন বলেন, ‘‘আমি ফুটেজটির কথা শুনেছি৷ তবে আমরাতো আগেই বলেছি পুলিশও আগুন দিয়েছে, ওরাও আগুন দিয়েছে৷ সেখানে পুলিশের সঙ্গে এমপিও ছিলেন৷ পুলিশকে সঙ্গে নিয়েই আগুন দেয়া হয়৷''
তবে গাইবান্ধা জেলার পুলিশ সুপার আসরাফুল ইসলাম ডয়চে ভেলের কাছে দাবি করেন, ‘‘পুলিশ আগুন দিতে নয়, আগুন নেভাতে গিয়েছিল৷'' তিনি আরো বলেন, ‘‘আমি নতুন এই ভিডিও ফুটেজটি এখনো দেখিনি৷
তবে পুলিশ সদরদপ্তর থেকে এর একটি ব্যাখ্যা দেয়া হবে৷ ভিডিও ফুটেজটি সংগ্রহ করতে পারলে আমরা আমলে নেব৷''
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত সরকার ডয়চে ভেলেকে বলেন, ‘‘পুলিশ আগুন দেয়নি৷ আমি ঐ ভিডিও ফুটেজ দেখিনি৷ যে ভিডিও ফুটেজ আমি দেখিনি তা নিয়ে কী তদন্ত করবো?''
এদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘পুলিশ নিজেই আগুন দিয়েছে৷ পুলিশ এখন যা খুশি তাই করে৷ নিজেরা আগুন দিয়ে অন্যের ওপর চাপিয়ে দেয়৷ এই পুলিশকে পুরোপুরি সংস্কার করা উচিত৷ তাদের শাস্তির আওতায় আনা প্রয়োজন৷''
বন্ধু, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই৷ তাই লিখুন নীচের ঘরে৷