সমকামী সতীর্থদের পাশে ৮০০ ফুটবলার
১৯ ফেব্রুয়ারি ২০২১ক্যাম্পেইনের উদ্যোক্তা জার্মানির ফুটবল ম্যাগাজিন ‘এল্ফ ফ্রয়েন্ডে’ (ইলেভোন ফ্রেন্ডস)৷ সারা দেশের সব এলজিবিটি, অর্থাৎ নারী ও পুরুষ সমকামী, উভকামী এবং রূপান্তরকামীদের প্রতি সমর্থন জানাতে এক স্বাক্ষর সংগ্রহের অভিযান শুরু করা হয়৷ ‘এল্ফ ফ্রয়েন্ডে’ উচ্ছ্বসিত, কারণ, ইতিমধ্যে নারী, পুরুষ মিলিয়ে জার্মানির অন্তত ৮০০ ফুটবলার সেই অভিযানে অংশ নিয়ে দেশের সব এলজিবিটি ফুটবলারদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন৷ এ সপ্তাহে ‘এল্ফ ফ্রয়েন্ডে’র যে সংখ্যা প্রকাশিত হবে, সেখানে থাকবে ৮০০ ফুটবলারের এ উদ্যোগে অংশ গ্রহণের ছবি ও বক্তব্যের বিস্তারিত৷
জানা গেছে, ‘এল্ফ ফ্রয়েন্ডে'র এ সংখ্যায় থাকবে কয়েক রকমের প্রচ্ছদ৷ সেগুলোর একেকটিতে দেখা যাবে একেকজন তারকা ফুটবলারের ছবি৷ প্রচ্ছদে স্থান পাওয়া সব ফুটবলারের হাতে দেখা যাবে একই প্ল্যাকার্ড, সেখানে লেখা থাকবে, ‘ইয়ার ক্যোন্ট আউফ উন্স স্যালেন’, অর্থাৎ ‘আমাদের ওপর ভরসা রাখাতে পারো৷’ বুন্ডেসলিগায় ইউনিয়ন বার্লিনের হয়ে খেলা মাক্স ক্রুস এবং ক্রিস্টোফার ট্রিমেল আর হ্যার্থা বার্লিনের ডেড্রিক বোয়াটা এবং নিকলাস স্টার্কের মতো অনেক সুপরিচিত ফুটবলারের মুখই দেখা যাবে প্রচ্ছদে৷
এসিবি/কেএম (ডিপিআই)
গত সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন..