1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামীদের জন্য ইন্দোনেশিয়ায় ‘কোনো জায়গা নেই'

১১ আগস্ট ২০১৬

ইন্দোনেশিয়া বৃহস্পতিবার জানালো যে, সেদেশে সমকামীদের জন্য ‘কোনো জায়গা নেই'৷ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মুসলিম প্রধান দেশটিতে সমকামীদের উপর নির্যাতন বড়ছে বলে অ্যাক্টিভিস্টরা দাবি করার পর, এ কথা জানায় সরকার৷

https://p.dw.com/p/1JgN9
Indonesien LGBT Marsch
ছবি: picture-alliance/NurPhoto/A. Rudianto

চলতি বছরের প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিষিদ্ধকরাসহ সমকামীদের ওপর নানারকম নিষেধাজ্ঞা জারি করতে শুরু করে সরকার৷ এমনকি সরকারের ঊধ্বর্তন কর্মকর্তাদের বিভিন্ন সময়ে সমকামীদের উদ্দেশ্যে নানারকম আপত্তিকর ও আক্রমণাত্বক মন্তব্য করতেও দেখা যায়৷ বলা বাহুল্য, সমকামীদের ওপর দায়িত্বশীলদের এমন আচরণকে ধিক্কার জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ৷

আসলে মুসলিমপ্রধান এই দেশটিতে উগ্র ইসলামপন্থিরা দীর্ঘদিন ধরেই সমকামীদের ওপর বিভিন্নভাবে হামলা চালাচ্ছিল৷ কিন্তু সরকারের তরফ থেকে তাঁদের প্রতি বিরূপ মনোভাব পোষণের ঘটনা দেখা গেল সাম্প্রতিককালে৷ হিউম্যান রাইটস ওয়াচ বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করলে, ইন্দোনেশিয়ায় সংগঠনটির মুখপাত্র জোহান বুডি জানান, ‘‘স্কুলে যাওয়া বা আইডি কার্ড পাওয়ার মতো অধিকার সব নাগরিকের জন্য নিশ্চিত করা হয়েছে, কিন্তু সমকামী মুভমেন্টে গতি আনার কোনো সুযোগই এখন ইন্দোনেশিয়ায় নেই৷''

সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীসহ অনেকেই সমকামীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন৷ গে অ্যাক্টিভিস্টদের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রে সমকামীদের বিয়ের বৈধতা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরই এ ধরনের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন মন্ত্রীরা৷ ফলে সমকামীদের ওপর নির্যাতন আরো বাড়তে শুরু করে৷

এদিকে, সমকামীদের মধ্যকার যৌন সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে অপরাধ হিসেবে ঘোষণা করতেও কাজ করছে ধর্মীয় মৌলবাদীরা৷ দেশটির সাংবিধানিক আদালতে এই বিষয়ে এ মুহূর্তে শুনানি চলছে৷

এআই/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান