সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারকে তিনগুণ বেশি সাহায্য
২১ জুলাই ২০১৮কর্তৃপক্ষ জানিয়েছে, সাহায্যের পরিমাণ ১০ হাজার ইউরো থেকে বাড়িয়ে ৩০ হাজার ইউরো করা হয়েছে৷ নিহতের স্বামী অথবা স্ত্রী, ছেলে-মেয়ে ও বাবা-মা প্রত্যেকে এই আর্থিক সাহায্য পাবেন৷
শুক্রবার স্থানীয় এক পত্রিকার প্রতিবেদনে এছাড়াও বলা হয়েছে, নিহতের ভাই-বোনেরা ৫ হাজার ইউরোর বদলে প্রত্যেকে পাবেন ১৫ হাজার ইউরো করে৷
এমনকি আগে হয়ে যাওয়া হামলাগুলোতে, যেমন ক্রিসমাস হামলা বা গোপন জঙ্গি সংগঠন এনএসইউ যাঁদের হত্যা করেছে, নিহতের পরিবারের সদস্যদেরও বাড়তি অর্থ পরিশোধ করা হবে৷
এছাড়া পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকলেও এই অর্থ পাওয়ার যোগ্য হবেন৷ এ বিষয়ক জার্মান কমিশনার এডগার ফ্রাংকে জানিয়েছেন যে, এ পর্যন্ত হামলার শিকার মোট ৩০০ ব্যক্তির পরিবারকে কেন্দ্রীয় সরকার বাড়তি এই অর্থ পরিশোধ করবে৷
এছাড়া কোনো শিশু যদি সন্ত্রাসী হামলায় তাঁর পিতা বা মাতা কাউকে হারায় তাহলে সে অতিরিক্ত এককালীন আরো ৪৫ হাজার ইউরো পাবে৷
২০১৮ সালের বাজেটে এসব অর্থ পরিশোধের জন্য ৮ মিলিয়ন ইউরো থোক বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় ৬.৬ মিলিয়ন বেশি৷
গত বছর ব্যাপক জনরোষের মুখে হামলার শিকার পরিবারগুলোর জন্য একটি সরকারি পদ (কমিশনার ফর ভিকটিমস) তৈরি করে জার্মান সরকার৷
এখন সেই পদে থাকা ফ্রাংকে বলেন, ‘‘জার্মানিতে কোনো দুর্ঘটনায় বেঁচে যাওয়া বা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ সাহায্য দেয়ার বিধান আছে৷ কিন্তু সেগুলো সন্ত্রাসী হামলার জন্য যথোপযুক্ত ছিল না এবং অন্যান্য দেশের তুলনায় যে আর্থিক সাহায্য দেয়া হতো, তাও যথেষ্ট ছিল না৷ তাই আমরা এটি পুনর্মূল্যায়ন করেছি৷''
বার্লিন হামলার আগে ফ্রান্স, স্পেন বা ব্রিটেনের মতো বড় ধরনের কোনো হামলার শিকার হয়নি জার্মানি৷ তাই সেজন্য প্রস্তুতিও ছিল না বলে জানান ফ্রাংকে।
জেডএ/ডিজি (ডিপিএ, কেএনএ)