সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাস টুরে ইমামরা
ফরাসি ভাষাভাষী বিভিন্ন দেশের কয়েকজন ইমাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁদের অবস্থান জানাতে ইউরোপের বিভিন্ন দেশ সফর করছেন৷ রবিবার তাঁরা বার্লিনে ছিলেন৷
বাসে করে সফরে
ফরাসি ভাষাভাষী বিভিন্ন দেশের কয়েকজন ইমাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁদের অবস্থান জানাতে বাসে করে সন্ত্রাসী হামলার শিকার হওয়া শহরগুলোতে যাচ্ছেন৷ সপ্তাহব্যাপী এই সফরের দ্বিতীয় গন্তব্যস্থল হিসেবে রবিবার বার্লিনে এসেছিলেন তাঁরা৷ জার্মানি ছাড়াও ফ্রান্স ও বেলজিয়ামে যাবেন তাঁরা৷
নিহতদের প্রতি সম্মাননা
গত ডিসেম্বরে বার্লিনের ব্রাইটশিডপ্লাটৎস চত্বরে বড়দিনের বাজারে ইসলামি জঙ্গি আনিস আমরি একটি বড় ট্রাক নিয়ে হামলা চালালে ১২ জন নিহত হন৷ বার্লিনে আগত বিদেশি ইমামরা রবিবার সেই স্থল পরিদর্শনে যান৷ সেখানে তাঁরা নিহতদের স্মরণে স্থাপিত স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ বার্লিনের মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য সেই সময় উপস্থিত ছিলেন৷
মুসলিমরা শান্তির পক্ষে
বার্লিন রাজ্যের ‘সিটিজেনস পলিটিক্যাল অ্যাক্টিভিজম’ বিষয়ক সেক্রেটারি সওজান শেবলি ইমামদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন৷ ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মুসলিম নারীও রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ তিনি বলেন, মুসলিমরা যে শান্তি ও সহাবস্থানের পক্ষে, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই বক্তব্যের পক্ষে শক্তিশালী বার্তা দেয়া যাচ্ছে৷
যৌথ উদ্যোগ
ইমামদের নিয়ে এই বাস সফরের উদ্যোক্তা হলেন ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে অবস্থিত দোঁসি-র ইমাম হাসেন শালগুমি (ছবি) ও ইহুদি ফরাসি লেখক মারেক হাল্টার৷
মুসলমানদের সমালোচনা
ইসলামি জঙ্গিদের একের পর এক হামলার পরও ইউরোপের মুসলমান সম্প্রদায় জঙ্গিদের বিরুদ্ধে বড় আকারের প্রতিবাদ না করায় মুসলিমরা সমালোচিত হয়েছেন৷
উপস্থিতি সন্তোষজনক ছিল না
ছবিটি বার্লিনে ইমামদের অনুষ্ঠানের৷ সেখানে মুসলিম সম্প্রদায়ের যতজন উপস্থিত ছিলেন তার চেয়ে বেশি ছিলেন গণমাধ্যমের কর্মীরা৷ তবে এই অনুষ্ঠানের প্রচার খুব একটা না হওয়ায় উপস্থিতি কম ছিল বলে দাবি করেছেন কয়েকজন৷
হুমকির মুখে ইমাম ও তাঁর পরিবার
ফ্রান্সের ইমামদের সংগঠন ‘মুসলিমস ইমাম’-এর সহ সভাপতি হোচিনে দ্রুইচে (মাঝে) সাংবাদিকদের বলেন, উদারপন্থি দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দেয়া হয়েছিল৷ তিনি বলেন, বার্লিনের অনুষ্ঠানে যে ইমামরা উপস্থিত হয়েছেন তাঁদের অনেককে হয়ত চাকরি হারাতে হতে পারে৷ ‘‘অধিকাংশ মুসলমানই আমাদের বক্তব্য মানে না’’, ডয়চে ভেলেকে বলেন তিনি৷