সংবিধান সংশোধন নিয়ে আলোচনার সুযোগ আছে এখনও
২১ জুন ২০১১মন্ত্রিসভা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তিসহ সংবিধান সংশোধন কমিটির ৫১টি প্রস্তাব হুবহু অনুমোদন করার পর, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মন্তব্য ছিল যে সরকার আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে৷
তবে আজ ঢাকায় একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, সংবিধান সংশোধন নিয়ে এখনও আলোচনার সুযোগ আছে৷ তিনি বলেন, সংসদে বিল উত্থাপন হলেই তা আইন বা সংবিধান হয়ে যাবেনা৷ বরং বিলের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন, দেবেন মতামত৷ আর সেখানে বিরোধী দলের সদস্যরা আলোচনায় অংশ নিয়ে তাদের মতামতও জানাতে পারবেন৷ তবে এজন্য বিরোধী দলের সংসদে যোগ দেওয়া জরুরি, জানান আইনমন্ত্রী৷
একই অনুষ্ঠানে সাংবাদিকদের অপর একটি প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, পরবর্তী নির্বাচন কোন ব্যবস্থার অধীনে হবে - তা নির্ধারিত হবে সংসদে৷ আদালতের রায়েও তাই বলা হয়েছে৷ তাই সংসদে সবাই একমত হলে, আগামী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও হতে পারে৷ কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংসদ সদস্যদের৷ তারা সবাই মিলে যে সিদ্ধান্ত নেবেন তাই হবে৷
দু'জন মন্ত্রীই জানান, এখন সংসদই হল আসল জায়গা৷ এর বাইরে অন্য কোথাও সমস্যার সমাধান হবেনা৷ তাই যা প্রস্তাব, যা বলার, তা সংসদে গিয়েই বলতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ