সংগঠিত দৌরাত্ম্য, ব্যক্তিগত ভোগান্তি
বিভিন্ন পেশাজীবী সংগঠনের সিন্ডিকেশনের কারণে বাংলাদেশে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে৷ সিন্ডিকেশনের ভোগান্তি নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানুন ছবিঘরে৷
নাইমুন্নবী চৌধুরী তুষার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুন্নবী চৌধুরী তুষারের মতে, সংগঠনের উৎপত্তি ঘটে মূলত সবার ন্যায্য অধিকার নিশ্চিত করতে৷ কিন্তু সেই সংগঠনকে পুঁজি করে অর্থলোভী কিছু মানুষ সংগঠনকে নিজ স্বার্থের হাতিয়ার বানিয়ে ফেলেছে৷ বিশৃঙ্খল সড়কে যখন মৃত্যুর মিছিল, তা রুখতে সরকারের সকল প্রচেষ্টাকে ম্লান করে দিচ্ছে পরিবহণ সংগঠনের সিন্ডিকেট৷
আকিবুল ইসলাম
বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে আকিবুল ইসলাম মনে করেন, শ্রমিক সংগঠনের নেতাদের পরিবহণ ধর্মঘট ডাকাই উচিত নয়৷ এর বিকল্প কোনো উপায় বের করা উচিত তাঁদের৷ আকিবুলের মতে, পরিবহণ ধর্মঘটে ভোগান্তিতে পড়েন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷
ইরান আহমেদ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরান আহমেদ বলেন, শিক্ষক সংগঠনগুলোর সিন্ডিকেশনের ফলে অনেক সময়ই শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়৷ শিক্ষকদের সিন্ডিকেশনের ফলে অনেক সময় পরীক্ষা পিছিয়ে যায়, যার জন্য ভুগতে হয় শিক্ষার্থীদের৷
গোলাম মোস্তফা
ব্যবসায়ী গোলাম মোস্তফার মতে, ঈদের সময় পরিবহণ মালিকরা সিন্ডিকেট করে বাস, লঞ্চসহ বিভিন্ন পরিবহণের ভাড়া বাড়িয়ে দেন৷ এ কারণে পকেটের প্রচুর টাকা খসাতে হয় লাখ লাখ মানুষকে৷
হাবিবুর রহমান
মাছ ব্যবসায়ী হাবিবুর রহমান মনে করেন, হাসপাতালগুলোতে সব রকমের সিন্ডিকেট বন্ধ করা উচিত৷ যেমন, ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স মালিকরা সিন্ডিকেট করে অনেক বেশি ভাড়া আদায় করেন রোগীদের কাছ থেকে৷ এমনকি লাশ বহনের ক্ষেত্রেও তারা কোনো ছাড় দেন না৷ এটা বন্ধ হওয়া উচিত৷
আবু হোসেন
দিনমজুর আবু হোসেন মনে করেন, রোজা এলেই দ্রব্যমূল্য অনেক বেড়ে যায়৷ এটা ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই ঘটে৷ এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন তাঁর মতো নিম্ন আয়ের মানুষেরা৷
শঙ্কর সাহা
পেশায় গাড়ি চালক শঙ্কর সাহা বলেন, চিকিৎসকদের কখনোই ধর্মঘটে যাওয়া উচিত নয়, কেননা এর সঙ্গে মানুষের জীবনের প্রশ্ন৷
রফিকুল ইসলাম
পেশায় শিক্ষক রফিকুল ইসলামের মতে, দেশের ভূমি অফিসগুলোতে মারাত্মক সিন্ডিকেট থাকায় সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে চরম বিপাকে পড়েন৷
ইমরান আহমেদ
ব্যবসায়ী ইমরান আহমেদ বলেন, ক্যাবল অপারেটরদের সিন্ডিকেটের কারণে ভোগান্তিতে পড়েননি এমন মানুষ পাওয়া কঠিন৷ সিন্ডিকেট করে বিভিন্ন এলাকায় সংযোগ দেন বলে খারাপ সার্ভিস পেয়েও গ্রাহকদের কিছু করার থাকে না৷ মাসে মাসে টাকা গুনতে হয় শুধু শুধু৷
রবিউল ইসলাম
পোশাক শ্রমিক রবিউল ইসলামের মতে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম হঠাৎ হঠাৎ বেড়ে যায় ব্যবসায়ীদের সিন্ডিকেটের ফলে, যার জন্য বেশি ভুক্তভোগী হয় তাঁর মতো নিম্ন আয়ের মানুষরাই৷