শ্বেতাঙ্গ তারকাদের কৃষ্ণাঙ্গ জীবনসঙ্গী
পত্রিকা খুললেই আমরা ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দেখি৷ সেখানে মেয়েদের অন্যতম গুণ হিসেবে আজও অনেক ক্ষেত্রেই ফর্সা হওয়ার কথা বলা হয়৷ তবে অনেক তারকা কিন্তু তেমনটা করেননি৷
জর্জ লুকাস
‘স্টার ওয়ার্স’ নির্মাতা জর্জ লুকাস ২০১৩ সালে মার্কিন ব্যবসায়ী মেলডি হবসনকে বিয়ে করেন৷ হবসন বর্তমানে শ্রেক, মাদাগাস্কার – এসব অ্যানিমেটেড মুভি তৈরির জন্য বিখ্যাত ‘ড্রিমওয়ার্কস অ্যানিমেশন’ এর চেয়ারম্যান৷
ডেভিড বোয়ি
ব্রিটিশ রক সংগীতের কিংবদন্তি ডেভিড বোয়ি ১৯৯২ সালে সোমালি-মার্কিন মডেল ইমান-কে বিয়ে করেন৷ ২০০০ সালে তাঁদের একমাত্র সন্তান জন্ম নেয়৷ ২০১৬ সালের ১০ জানুয়ারি বোয়ি মারা গেছেন৷
হাইডি ক্লুম
জার্মানির শীর্ষ মডেল হাইডি ক্লুম ২০০৫ সালে ব্রিটিশ সংগীত শিল্পী সিল-কে বিয়ে করেন৷ ২০১৪ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়৷
রবার্ট ডি নিরো
দু’বার অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো ১৯৯৭ সালে বিয়ে করেন মার্কিন অভিনেত্রী, গায়িকা ও সমাজসেবিকা গ্রেস হাইটাওয়ার-কে৷
মারিয়া ক্যারি
হিরো, ভিশন অফ লাভ, ইমোশনস, উই বিলং টুগেদার গানগুলোর জন্য মারিয়া ক্যারির খ্যাতি বিশ্বজোড়া৷ ২০০৮ সালে তিনি বিয়ে করেছিলেন মার্কিন কমেডিয়ান, ব়্যাপার ও অভিনেতা নিক ক্যাননকে৷ ২০১৪ সালে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে৷
ডিয়র্ক নোভিৎস্কি
জার্মানির প্রখ্যাত বাস্কেটবল খেলোয়াড় নোভিৎস্কি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিখ্যাত এনবিএ লিগে ‘ডালাস মেভেরিকস-এর হয়ে খেলছেন৷ সুইডেনের যমজ ফুটবলার মার্টিন ও মার্কুস ওলসন-এর বোন জেসিকা ওলসনকে ২০১২ সালে বিয়ে করেন নোভিৎস্কি৷ তাঁদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে৷
অলিভিয়ার মার্টিনেস
ফরাসি এই অভিনেতা একসময় অনেক তারকার সঙ্গে ‘ডেটিং’ করেছেন৷ সে কারণে ট্যাবলয়েডগুলোতে তাঁর পরিচয় ছিল ‘উইমেনাইজার’ হিসেবে৷ ২০১৩ সালে তিনি বিয়ে করেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরিকে৷