শোয়ানস্টাইগার'কে ছাড়াই জয় হাসিল করলো বায়ার্ন
৭ নভেম্বর ২০১১আহত বাস্টিয়ান শোয়ানস্টাইগার'কে ছাড়া বায়ার্ন কী করবে, তা নিয়ে জল্পনা-কল্পনা কম হচ্ছে না৷ তার উপর বদলি খেলোয়াড় হিসেবে যাকে নামানো হয়েছে, সেই আনাতোলি টিমোশচুক'কে রবিবারের ম্যাচে রেফারির লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নিতে হলো৷ দলকে এখন আবার তার জায়গায় আরেক জন বদলি খেলোয়াড়কে খুঁজতে হবে৷
শোয়ানস্টাইগার'কে ছাড়া ফরোয়ার্ডরা প্রথম দিকে বেশ দিশেহারা ছিলেন৷ শুধু মারিও গোমেস নিজের ফর্ম বজায় রেখেছেন৷ চলতি মরশুমে এই নিয়ে তিনি ১৩টি গোল দিলেন৷ রবিবার দ্বিতীয় গোলটি করেন ফ্রাঙ্ক রিবেরি৷ মোটকথা ২৮ পয়েন্ট পেয়ে বায়ার্ন তালিকার বেশ উপরের দিকেই রয়েছে৷ তবে আউগসবুর্গ'এর ফর্ম এত দুর্বল না হলে বায়ার্ন এদিন এত সহজে খেলতে পারতো কি না, তা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন৷
বায়ার্ন'এর গোলকিপার মানুয়েল নয়ার প্রায় দুর্ভেদ্য দুর্গের মতো দাঁড়িয়ে থাকায় দল মোটামুটি সব ধাক্কাই সামলাতে পারছে৷ ফলে দলের পরিত্রাতা হিসেবে তাঁর নামই প্রায় পাকা হয়ে উঠছে৷ ম্যাচের পর ক্লাব প্রেসিডেন্ট উলি হোনেস আবেগে আপ্লুত হয়ে জার্মানির জাতীয় দলের গোলকিপার মানুয়েল নয়ার'এর হাত ধরে ঝাঁকাতে থাকেন৷ কোচ ইয়ুপ হাইনকেস ও দলের কর্মকর্তারাও বললেন, একেই বলে বিশ্ব মানের খেলা৷ সত্যি, ৮৩ মিনিটের মাথায় প্রায় নিশ্চিত এক গোল বাঁচিয়ে নয়ার তাক লাগিয়ে দিয়েছিলেন৷ যাকে নিয়ে এত হইচই, সেই নয়ার কিন্তু বিনয়ের সঙ্গে বলেন, ‘‘বলটা ধরতে পেরেছি, সেটাই ছিল জরুরি৷ ভাগ্যও আমার প্রতি কিছুটা সদয় ছিল৷'' চলতি বছরের গ্রীষ্মে ২ কোটি ২০ লক্ষ ইউরো দিয়ে শালকে ক্লাবের কাছ থেকে নয়ার'কে কিনে বায়ার্ন যে ভুল করে নি, তা বার বার প্রমাণিত হচ্ছে৷
আগামী ১৯শে নভেম্বর মিউনিখে নিজেদের মাঠে বায়ার্ন'কে ডর্টমুন্ড'এর মুখোমুখি হতে হবে৷ বুন্ডেসলিগায় বায়ার্ন'এর এত বড় প্রতিদ্বন্দ্বী আর নেই৷ সেই ম্যাচ জেতা যে এত সহজ হবে না, সেবিষয়ে কারো মনে কোনো সন্দেহ নেই৷ বিশেষ করে শোয়ানস্টাইগার'এর হামলা ও নয়ার'এর প্রতিরক্ষার শক্তিশালী কাঠামো এবার আর বায়ার্ন'এর ভারসাম্য রক্ষা করতে পারবে না৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক