শুরুতেই মাত করল অ্যাকশন ছবি ‘দি এক্সপেন্ডেবেলস’
১৭ আগস্ট ২০১০গত সপ্তাহে মুক্তি পাওয়ার পর বেশ সাড়া ফেলেছে অ্যাকশন মুভি ‘দি এক্সপেন্ডেবলস'৷ প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছে প্রায় ৩৯ মিলিয়ন ডলার৷ ছবিটিতে সিলভেস্টার স্ট্যালোন ছাড়াও রয়েছে আরও দুই অ্যাকশন হিরো জ্যাসন স্ট্যাথাম এবং জেট লি৷ ছবিতে দেখা যায় দক্ষিণ আমেরিকার এক স্বৈরশাসককে উৎখাত করতে অভিযান চালাচ্ছে একদল দুর্ধর্ষ যোদ্ধা৷ বক্স অফিসে এই অ্যাকশন ছবির পরেই রয়েছে জুলিয়া রবার্টস অভিনীত ‘ইট প্রে লাভ'৷ এলিজাবেথ গিলবার্টের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিটিতে দেখা যায় তালাকপ্রাপ্তা এক নারীর বিভিন্ন দেশে প্রমোদবিহারের কাহিনী৷ গত সপ্তাহে ছবিটি ব্যবসা করেছে ২৩ মিলিয়ন ডলারেরও বেশি৷ তবে ‘দি এক্সপেন্ডেবলস' যে অনেক এগিয়ে আছে সেটা তো বোঝাই যাচ্ছে৷ এরপর রয়েছে কমেডি ছবি ‘দ্য বাডি গাইস'৷
অন্যদিকে লিওনার্ডো ডিক্যাপ্রিওর অভিনীত সায়েন্স ফিকশন ছবি ‘ইন্সেপশন' এখনও সিনেমা হলগুলো মাতাচ্ছে৷ গত সপ্তাহেও ছবিটির টিকিট বিক্রি হয়েছে ১১ মিলিয়ন ডলারেরও অনেক বেশী৷ এখন পর্যন্ত প্রায় আড়াইশ মিলিয়ন ডলার ব্যবসা করেছে ব্লকবাস্টার ছবি ইন্সেপশন৷ সম্পূর্ণ ভিন্নধর্মী এক সায়েন্স ফিকশন উপহার দেওয়ায় সমালোচকদেরও প্রচুর প্রশংসা কুড়িয়েছে ছবিটি৷ অন্যদিকে হলিউডের অ্যাকশন হিরোইন অ্যাঞ্জেলিনা জোলির ছবি ‘সল্ট' এখনও রয়েছে প্রথম দশটির মধ্যে৷ গত সপ্তাহে ছয় মিলিয়ন ডলারের বেশি টিকিট বিক্রি হয়েছে এই ছবির, যা সর্বমোট আয়কে একশ মিলিয়নের ওপরে নিয়ে গেছে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক