লোভ সামলানোর পরীক্ষা!
২২ মার্চ ২০১৬অদ্ভুত এই পরীক্ষার নাম ‘মার্শমেলো টেস্ট'৷ শিশুরা নিজেদের নিয়ন্ত্রণ করতে কতটা দক্ষ তা এই টেস্টের মাধ্যমে জানা যায়৷ ক্যামেরুনের এনসো উপজাতির শিশুদের সামনে প্রথমে ‘পাফ পাফ' নামের একটি সুস্বাদু মিষ্টি রাখা হয়৷ তাদের বলা হয় তারা যদি ১০ মিনিট পর্যন্ত লোভ সামলে থাকতে পারে তাহলে পুরস্কার হিসেবে তাদের আরও একটি মিষ্টি দেয়া হবে৷ অর্থাৎ অপেক্ষা করাটা যে লাভজনক সেটা তাদের বোঝানো হবে৷ পরীক্ষা শেষে দেখা যায়, বেশিরভাগ এনসো শিশুরই নিয়ন্ত্রণ ক্ষমতা ভালো৷
গবেষণার সঙ্গে জড়িত শিশুবিকাশ মনোবিদ প্রফেসর হাইডি কেলার বলেন, ‘‘আমাদের সমাজে নিজেকে চিনতে পারা একটি বড় বিষয়৷ এনসো উপজাতির শিশুরা অনেক পরে সেটা বুঝতে পারে৷ এর কারণ এটা নয় যে, তাদের বিকাশে দেরি হয়েছে, বরং এ জন্য যে, সামাজিক দায়িত্বশীলতার মতো অন্য বিষয়গুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ৷ আমাদের সমাজে শিশুরা নিজেদের পৃথক হিসেবে দেখে, যারা অন্যদের চেয়ে আলাদা৷''
তিনি বলেন, ‘‘এনসো শিশুরা বিনয় শেখে, গোষ্ঠীর বাইরে না যাওয়ার বিষয়টি শেখে৷ তারা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়৷ যদি তাদের এখানে বসে অপেক্ষা করতে বলা হয়, তাহলে তারা তা-ই করে৷''
জরিপ বলছে যে শিশুরা মিষ্টির লোভ সামলাতে পারে পরবর্তীতে তারা স্কুলে ভালো করে, পেশাগত জীবনে সফল হয়৷
আট বছর বয়স থেকেই শিশুর মস্তিষ্কে কৌশলগত চিন্তা ও নিজেকে নিয়ন্ত্রণের বিষয়টি বিকশিত হয়৷