শিক্ষার্থীদের দেশে যান যে জার্মান শিক্ষক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভালোভাবে বুঝতে চেয়েছিলেন ইয়ান কাম্মান৷ তাই তিনি হামবুর্গে শিক্ষকের চাকুরি থেকে ছুটি নিয়ে ঘুরেছেন ইউরোপ, এশিয়া, ল্যাটিন অ্যামেরিকা এবং আফ্রিকা৷ ভ্রমণে শিক্ষার্থীদের পরামর্শ কাজে লাগিয়েছেন তিনি৷
দক্ষিণ কোরিয়া: রান্নার ক্লাস
কোরিয়ার শিক্ষার্থী মি-সুন তাঁর শিক্ষককে সৌল ঘুরে দেখতে এবং সেদেশের খাবার পরখ করতে বলেছিলেন৷ জার্মান শিক্ষক ইয়ান কাম্মান এবং তাঁর বান্ধবী লুইসা ভোল্ফ সেদেশে যাওয়ার আগে ট্রাভেল গাইডবুক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরীয় শব্দগুলো শিখেছেন৷ পাশাপাশি শিখে নিয়েছেন সেদেশের সৌজন্যতা প্রকাশের নানা ধরন৷ সৌলে একটি কুকিং স্কুলে গিয়েছেলিন তাঁরা৷ ‘বিবিমব্যাপ’ নামে কোরিয়ার এক ডিশ রান্না করতে ভালোবাসেন তিনি৷
শিক্ষার্থীদের তৈরি ট্রাভেল গাইড
কাম্মানের শিক্ষার্থীরা তাদের শিক্ষকের জন্য নিজ নিজ দেশের পর্যটন আকর্ষণ, বিশেষত্ব এবং গুরুত্বপূর্ণ বুলি দিয়ে ট্রাভেল গাইড তৈরি করে দিয়েছেন৷ যদিও ছবিতে কাবুলের কথা দেখা যাচ্ছে, কাম্মান আসলে আফগানিস্তান ভ্রমণে সক্ষম হননি৷ সংঘাত এবং নিরাপত্তার কারণেই সেটা সম্ভব হয়নি৷ তবে, আফগান তরুণদের সঙ্গে দেখা করেছেন আম্মান — ইরানে৷
আফগান শিক্ষার্থীদের ক্লাসরুম
ইরানের সরকারি স্কুলে আফগান শিশুরা ভর্তি হতে পারে না৷ ফলে জ্ঞানঅর্জনের জন্য তাদের প্রায়শই নির্ভর করতে হয় স্বেচ্ছাসেবীদের তৈরি স্কুলে৷ তেহরানের একটু বাইরে সেরকম এক স্কুলে গিয়েছিলেন কাম্মান৷ সেই স্কুলে লেখাপড়া করা অধিকাংশ আফগান শিক্ষার্থী আসলে কখনো আফগানিস্তানে যাননি৷ স্কুলের আগে ও পরে সেই আফগান শিক্ষার্থীরা রাস্তায় সস্তা জিনিসপত্র বিক্রি করে পরিবারের জন্য বাড়তি টাকা আয় করে৷
ইরান: ইস্ফাহানের আউটডোর কালচার
‘ইস্ফাহান হচ্ছে পৃথিবীর অর্ধেক’: ইরানের সর্বত্র একথাটা শুনেছেন কাম্মান৷ সেখানকার সুন্দর সব মসজিদ, পার্ক এবং সেতু দেখে মুগ্ধ হয়েছেন এই শিক্ষক৷ ইস্ফাহানের স্থানীয় পার্ক এবং স্কয়ারগুলোতে সূর্যাস্তের সময় পিকনিকের আয়োজন এবং সাধারণ মানুষের জীবন উপভোগের নানা আয়োজন আকৃষ্ট করেছে তাঁকে৷ তিনি এখন তাঁর শিক্ষার্থীরা যখন বলে যে তারা ইস্ফাহানের ‘আউটডোর কালচার’ মিস করছে — সেকথার অর্থ বোঝেন৷
মঙ্গোলিয়া: টিভি ট্যালেন্ট শো
যদিও কাম্মানের কোনো মঙ্গোলীয় শিক্ষার্থী নেই, তারপরও তিনি যাযাবরদের সম্পর্কে জানতে সেদেশে গেছেন৷ সেদেশের এক স্থানীয় বাসিন্দা তাঁকে রাতে নিজের তাঁবুতে থাকতে দিয়েছেন৷ রাতের খাবারের পর সেই স্থানীয় পরিবারের সঙ্গে বসে মঙ্গোলিয়ান ট্যালেন্ট শো দেখেছেন কাম্মান৷
কিউবা: কাস্ত্রোর বিদায়
২০১৬ সালের নভেম্বরের শেষের দিকের এক সকালে ঘুম থেকে উঠে কিউবার এক ছোট্ট শহরে বিষন্নতার ছাপ দেখতে পান কাম্মান এবং ভোল্ফ৷ কাঁপা কাঁপা কণ্ঠে এক ওয়েট্রেস তাঁদের বলেন, ‘‘মহান নেতা ফিডেল কাস্ত্রো মারা গেছেন৷’’ হাভানায় কাস্ত্রোর রাষ্ট্রীয় শেষকৃত্য দেখারও সুযোগ হয়েছিল তাঁদের৷
নিকারাগুয়া: আগ্নেয়গিরি অনুসন্ধান
‘এটা একটা নিরাপদ দেশ,’ মধ্য আমেরিকার দেশ থেকে আসা কাম্মানের শিক্ষার্থী রিকোর্ডো বলেছিলেন একথা৷ শিক্ষার্থীর কথা শুনে সেদেশ ভ্রমণ করেন তিনি৷ কফি চাষ থেকে শুরু করে গ্রীষ্মপ্রধান জঙ্গল এবং আগ্নেয়গিরির লাভাসমৃদ্ধ লেক দেখার জন্য শিক্ষককে বলেছিলেন রিকার্ডো৷ বর্তমানে অবশ্য সহিংস রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিকে পর্যটকদের জন্য আর নিরাপদ বলা যাচ্ছে না৷
ঘানা: হোম স্কুলিং...
গাল্ফ অফ গিনির কেপ কোস্টে ম্যারি ডেনিসের সঙ্গে দেখা হয় কাম্মানের৷ ডেনিস অনেক কিলোমিটার পায়ে হেঁটে সেই সব শিক্ষার্থীদের কাছে যান, যারা পরিবারকে সহায়তা করতে কাজ করে বলে স্কুলে যেতে পারে না৷ তিনি সেসব শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার পথ সুগম করতে নানা উদ্যোগ নেন৷
...এবং আকরার ব়্যাপ
ঘানার রাজধানী আকরায় পুরনো কম্পিউটার, টিভি এবং অন্যান্য যন্ত্রপাতি ভেঙে এবং পুড়িয়ে দামি মেটাল এবং অন্যান্য কাঁচামাল আলাদা করা হয়৷ ‘টক্সিক সিটি’ নামে পরিচিত এলাকাটিতে অনেক তরুণ কাজ করেন৷ সেখানে ম্যাককার্থি বোয়ে নামক এক তরুণের সঙ্গে কাম্মানের পরিচয় হয়, যিনি দারিদ্র্য এবং হতাশা নিয়ে ব়্যাপ সংগীত করেন৷
রাশিয়া: প্ল্যাটফর্মে আটকে যাওয়া
বিশ্ব ভ্রমণের শেষ দিকে ট্রেনে বেলারুশ হয়ে মস্কো থেকে হামবুর্গ আসতে চেয়েছিলেন ইয়ান কাম্মান৷ দুর্ভাগ্যবশত, সময়মত তিনি বেলারুশের ভিসা নিতে ব্যর্থ হন৷ আর তখনই তাঁর আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনেকেই কেন পাসপোর্ট সমস্যা, ভিসা এবং ভ্রমণের অনুমোদন নিয়ে জটিলতার কথা বলেন — তা বুঝতে পারেন৷ জার্মান পাসপোর্টধারীরা বিশেষ সুবিধাপ্রাপ্ত, বলেন তিনি৷