1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষক হত্যায় আরো চার ছাত্রের বিরুদ্ধে চার্জ গঠন

২৭ নভেম্বর ২০২০

ফরাসি শিক্ষক হত্যা মামলায় আরো চার ছাত্রের বিরুদ্ধে চার্জ গঠন করল পুলিশ।

https://p.dw.com/p/3ltP6
স্যামুয়েল প্যাটি
ছবি: Hans Lucas/Imago Images

ফরাসি শিক্ষক হত্যা মামলায় আরো চার ছাত্রের বিরুদ্ধে অভিযোগ আনলো পুলিশ। তাদের তিন জনের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। এর আগে দুই ছাত্রকে অভিযুক্ত বলে ঘোষণা করেছিল ফরাসি পুলিশ। তাদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। আপাতত আদালতের নজদরদারিতে রয়েছে তারা।

শার্লি এবদোর কার্টুন ক্লাসে দেখিয়েছিলেন ফরাসি শিক্ষক স্যমুয়েল প্যাটি। বাকস্বাধীনতার অর্থ বোঝানোর জন্য মহানবীর (সা:) কার্টুন নিয়ে আলোচনা করেছিলেন ক্লাসরুমে। তার পরেই তাঁর উপর হামলা চালায় এক জঙ্গি। মাথা কেটে নেওয়া হয় শিক্ষকের। যা নিয়ে ফ্রান্স জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ইসলামিক চরমপন্থার বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিতে শুরু করেন। যা নিয়ে বিশ্ব জুড়ে বিতর্ক শুরু হয়।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাত জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। তার মধ্যে অনেককেই পরে ছেড়ে দেওয়া হয়। দুই জন ছাত্রকে অভিযুক্ত বলে চার্জ গঠন করা হয়। বৃহস্পতিবার প্যারিসের পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, আরো তিন ছাত্রের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে। ওই ছাত্ররা শিক্ষককে চিনিয়ে দিয়েছিল। আততায়ীকে শিক্ষকের কাছে পৌঁছে দেওয়ার ষড়যন্ত্রে যুক্ত ছিল।

চতুর্থ এক অভিযুক্তের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে। ১৪-১৫ বছরের সেই নারী আরো এক অভিযুক্তের মেয়ে। মেয়েটির বাবা ইন্টারনেটে প্যাটির বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করছিলেন। অভিযোগ, মেয়েটি ওই দিন ক্লাসে ছিল না। কিন্তু সে ভূয়া তথ্য দিয়ে ইন্টারনেটে জনমত গঠনে সাহায্য করেছে। ওই দিন ক্লাসে কী কী হয়েছে, তার বর্ণনা দিয়েছিল সে। প্যারিসের পুলিশ তার বিরুদ্ধেও চার্জ গঠন করেছে।

শিক্ষক হত্যার ঘটনার পর বিশ্ব জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ফরাসি প্রেসিডেন্টের বক্তব্য, দেশে বাকস্বাধীনতা রক্ষার জন্য সমস্ত পদক্ষেপ তিনি নেবেন। মুসলিম বিশ্বের একটি বড় অংশের প্রশ্ন, যে কার্টুন ছাপা হয়েছিল শার্লি এবদোতে, তা অপমানজনক। শিক্ষক হত্যার পরে দেশে ইসলামিক চরমপন্থা বন্ধ করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মাক্রোঁ। এখনো নতুন নতুন আইনের কথা বলছেন। তা নিয়েও এর্দোয়ান, ইমরান খানদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে মাক্রোঁ তাঁর অবস্থান থেকে সরবেন না বলেই জানিয়ে দিয়েছেন। তারই মধ্যে নতুন করে চার ছাত্রের বিরুদ্ধে চার্জ গঠন বিতর্কে নতুন মাত্রা জুগিয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)