শাড়ি পরেই বিয়ে করলেন আলিয়া
লেহঙ্গা নয়, বিয়েতে শাড়ি পরলেন আলিয়া ভাট। আইভরি রঙের শাড়ি। একই রঙের পোশাক পরেছিলেন রণবীরও।
শাড়ি পরে বিয়ে
সাধারণত বলিউডের নায়িকাদের বিয়েতে পছন্দের পোশাক হলো লেহঙ্গা। কিন্তু আলিয়া ভাট সেই পথে হাঁটলেন না। তিনি আইভরি রঙের শাড়ি পরে বিয়ে করলেন। অরগ্যাঞ্জা শাড়িতে সোনালি জড়ি ও চুমকির কাজ। তারকাদের বিয়ের পোশাকের ডিজাইন যিনি সচরাচর করেন, সেই সব্যসাচী মুখোপাধ্যায় কনের জন্য বানিয়েছিলেন এই শাড়ি।
রণবীরের পোশাক
রণবীর পরেছিলেন কুর্তা ও পাজামা। মাথায় পাগড়ি। চমৎকার মানিয়েছিল তাদের।
কোলে তুলে নিলেন
আলিয়াকে কোলে তুলে নিলেন রণবীর। বলিউডের বিয়ে বলে কথা। ফলে রুপোলি পর্দার অনেক দৃশ্যই সেখানে দেখা গেল।
চুম্বনের আগে
বিয়ের অনুষ্ঠান শেষ হতেই রণবীর এবং আলিয়া চুম্বন করেন। তার আগের মুহূর্তের ছবি।
সুখি দম্পতি
বিয়ের অনুষ্ঠান শেষ। রণবীর ও আলিয়ার মুখে হাসি। তারা ফ্যানদের উদ্দেশ্যে হাত নাড়লেন।
5 ছবি
1 | 55 ছবি