1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ল্যাটিন শেখা বাড়ছে জার্মানিতে

৮ অক্টোবর ২০১২

বিশ্বের বহুল ব্যবহৃত ভাষাগুলোর অন্যতম ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ৷ এই সব ভাষাগুলোর মূল ভাষা ল্যাটিন৷ এমনকি জার্মান ভাষার আদি উৎসও কিন্তু এই ল্যাটিন৷ গত কয়েক বছরে জার্মানিতে এই ভাষাটি শেখার প্রবণতা বেড়ে গেছে৷

https://p.dw.com/p/16M5F
ছবি: dapd

ইউরোপ, অ্যামেরিকার প্রায় সবগুলো ভাষারই উৎস হচ্ছে ল্যাটিন৷ একসময় যে ভাষাটি ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাষা, আজ সেটি প্রায় হারিয়েই গেছে৷ শুধু আক্ষরিকভাবে এই ভাষাটিকে এখন চোখে পড়ে৷ তবে জার্মানিতে ধীরে ধীরে ল্যাটিন ভাষার পুনর্জাগরণের একটি লক্ষণ চোখে পড়ছে৷ স্কুলে এখন আগের চেয়ে অনেক বেশি ছাত্রছাত্রী ল্যাটিন ভাষা শিখছে৷

জার্মানির স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের কমপক্ষে একটি বিদেশি ভাষা শেখা বাধ্যতামূলক৷ এই ক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রীর আগ্রহ হচ্ছে ইংরেজি, ফরাসি কিংবা স্প্যানিশ ভাষা৷ একটা সময় ল্যাটিন ভাষা শেখার চল ছিল৷ তবে দিন দিন এতে আগ্রহ কমে যায়৷ ছাত্রছাত্রী না পেয়ে অনেক স্কুল তাদের ল্যাটিন শেখানোর ক্লাসও বন্ধ করে দেয়৷

সেই পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে হামবুর্গের একটি স্কুল৷ ল্যাটিন শেখানোর জন্য এই স্কুলটি ইতিমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছে৷ ল্যাটিনকে আবারও মানুষের মাঝে ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা৷ স্কুলটির নাম ইয়োহানয়ম স্কুল৷ ১৯ শতকে তৈরি ঐতিহ্যবাহী ভবনগুলোর মাঝে চলে ক্লাসিক্যাল এই ভাষাটির ক্লাস৷ এখানে পঞ্চম গ্রেড থেকে ল্যাটিন শেখে ছাত্রছাত্রীরা৷ সেখানকার শিক্ষকদের একজন আনা শ্যুনেমান, যিনি গত চার বছর ধরে ল্যাটিন শেখাচ্ছেন৷ তিনি জানান, অনেক বাবা-মাই চান তাঁদের সন্তান ল্যাটিন ভাষাটি শিখুক৷ তাই তাঁরা এই ইয়োহানয়ম স্কুলে ছেলে-মেয়েদের ভর্তি করান৷

Junge liest Comics
প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ল্যাটিন ভাষা শেখার হার বেড়ে গেছেছবি: picture-alliance/dpa

ল্যাটিন শেখানোর জন্য ক্লাসে ব্যবহার করা হয় রোমান সাম্রাজ্যের নানা কাহিনী আর ছবি৷ প্রজেক্টরের মাধ্যমে রোমান আমলের নানা ঘটনা তুলে ধরা হয়৷ ছোট ছোট ল্যাটিন বাক্যগঠন করে সেই সব ঘটনাকে তুলে ধরার চেষ্টা করে শিক্ষার্থীরা৷ দুই হাজার বছর আগের রোমান কবি অভিড-এর লেখা কবিতাও আবৃত্তি করে তারা৷ আনা শ্যুনেমান চেষ্টা করেন, তাঁর ছাত্রছাত্রীরা যেন আনন্দের সাথেই এই জটিল ভাষাটি শিখতে পারে৷ তবে তিনি যখন এই ভাষাটি শিখেছেন তখন কিন্তু এত সহজ ছিল না ব্যাপারটি৷ ৩৩ বছরের এই শিক্ষিকা বলেন, ‘‘আমি যখন স্কুলে ল্যাটিন শিখতাম তখন ব্যকরণের ওপর জোর দেওয়া হতো৷ তবে ল্যাটিন ভাষার প্রেমে পড়ে গেছি আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম'', বলেন আনা শ্যুনেমান৷ ল্যাটিন শেখানোর উদ্দেশ্য নিয়ে ভাষাটি শিখেছেন বলে জানান এই জার্মান শিক্ষিকা৷

বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা গেছে গত সাত বছরে ল্যাটিন জানা ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেছে৷ এর কারণ হলো, প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ল্যাটিন ভাষা শেখার হার বেড়ে গেছে৷ তাই বিশ্ববিদ্যালয়েও এর প্রভাব দেখা যাচ্ছে, এমনটি জানান হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের গ্রিক ও ল্যাটিন ভাষাবিদ্যা ইন্সটিটিউটের পরিচালক ক্লাউডিয়া শিন্ডলার৷ তিনি আরও জানান, স্কুলগুলো হঠাৎ করেই এই হার বেড়ে যাওয়ার বিষয়টি দেখতে পেয়েছে৷ এর পেছনে কারণ কি? স্কুলগুলোতে দেখা যায় বাবা-মার ইচ্ছার কারণে সন্তান এই ভাষাটি শিখছে৷ কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা নিজের ইচ্ছাতেই এই ভাষাটি শিখছে৷ যদিও তারা জানে, ভবিষ্যতে এই ভাষাটির ব্যবহারের সুযোগ খুবই কম৷

এর পরও তারা শিখছে, কারণ হিসেবে মনে করা হচ্ছে অতীতের সন্ধান৷ যদিও আশেপাশের দেশগুলোতে ল্যাটিনের কোনো চিহ্নই দেখা যায় না৷ তবে জার্মানি এই ক্ষেত্রে ব্যতিক্রম৷ ক্লাউডিয়া শিন্ডলারের মতে, এই ভাষাটি শেখার ফলে অভিবাসীদের জার্মান সমাজে অন্তর্ভূক্ত করা সহজ হয়ে ওঠে৷ তবে সবকিছুর পর তাঁর কাছে ল্যাটিন হচ্ছে ঐতিহ্যের সন্ধান৷ তাই শিন্ডলার বলেন, ‘‘এটা আমার সংস্কৃতির অংশ, এটা আমার শিকড়কে আঁকড়ে ধরা৷''

প্রতিবেদন: ইয়ানিন আলব্রেখ্ট/আরআই
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য