রেস্তোরাঁর ইফতারি খেয়ে নয় বিচারক অসুস্থ
২২ এপ্রিল ২০২২ঘটনার পর রেস্তোরাঁর মালিক-ব্যবস্থাপকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম৷
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় পাবনার মুখ্য বিচারিক হাকিম আদালতের একজন বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে ওই আদালতের নয় বিচারকের সবাই ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন৷
‘‘অনুষ্ঠানের জন্য পাবনা শহরের কাশমেরি রেস্তোরাঁ থেকে ইফতারি আনা হয়৷ ইফতারি খেয়ে একে একে অন্তত ৩০ অসুস্থ হন৷ বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ছয়জনকে পাবনার শিমলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরীক্ষা করা হয়৷ অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন৷’’
এ ঘটনায় পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুল ইসলাম পাবনা সদর থানায় মামলা করেন৷
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমি ও আমার স্ত্রী ইফতারি খেয়ে চরম অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছি৷ পরে আমি নিজে বাদী হয়ে পাবনা থানায় নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৩ ধারায় মামলা করি৷’’
গ্রেপ্তারের পরোয়ানা পেয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে৷
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের রূপকথা রোডের কাশমেরি রেস্তোরাঁর মালিক হাসানুর রহমান রনি, দুই ব্যবস্থাপক সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)