1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেস্তোরাঁর ইফতারি খেয়ে নয় বিচারক অসুস্থ

২২ এপ্রিল ২০২২

পাবনায় রেস্তোরাঁ থেকে আনা ইফতারি খাওয়ার পর জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতের নয় বিচারকসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন৷ বিচারিক হাকিম মো. সাইফুল ইসলামের করা মামালায় রেস্তোরাঁর মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

https://p.dw.com/p/4AI62
Bangladesch | Beginn vom Ramadan
ছবি: Mortuza Rashed

ঘটনার পর রেস্তোরাঁর মালিক-ব্যবস্থাপকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম৷

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় পাবনার মুখ্য বিচারিক হাকিম আদালতের একজন বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে ওই আদালতের নয় বিচারকের সবাই ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন৷

‘‘অনুষ্ঠানের জন্য পাবনা শহরের কাশমেরি রেস্তোরাঁ থেকে ইফতারি আনা হয়৷ ইফতারি খেয়ে একে একে অন্তত ৩০ অসুস্থ হন৷ বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ছয়জনকে পাবনার শিমলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরীক্ষা করা হয়৷ অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন৷’’

এ ঘটনায় পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুল ইসলাম পাবনা সদর থানায় মামলা করেন৷

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমি ও আমার স্ত্রী ইফতারি খেয়ে চরম অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছি৷ পরে আমি নিজে বাদী হয়ে পাবনা থানায় নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৩ ধারায় মামলা করি৷’’

গ্রেপ্তারের পরোয়ানা পেয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে৷

গ্রেপ্তারকৃতরা হলেন শহরের রূপকথা রোডের কাশমেরি রেস্তোরাঁর মালিক হাসানুর রহমান রনি, দুই ব্যবস্থাপক সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান