রেকর্ড হারে গলছে গ্রিনল্যান্ডের বরফ
সমুদ্রের পানির উচ্চতা বাড়ার অন্যতম কারণ গ্রিনল্যান্ডের বরফ গলে যাওয়া৷ এর ফলে বাংলাদেশের একটি অংশের মতো বিশ্বের অনেক এলাকা ডুবে যাওয়ার ঝুঁকিতে আছে৷ নতুন গবেষণা বলছে, সেই গ্রিনল্যান্ডের বরফ এখন গলছে রেকর্ড হারে৷
বিচ্ছিন্ন গ্রিনল্যান্ড
আর্কটিক ও অ্যাটলান্টিকের মাঝে নিঃসঙ্গ কিন্তু বিরাট দ্বীপদেশ গ্রিনল্যান্ড৷ সেখানে বরফের প্রাচুর্যের মাঝে বসতি গড়েছেন কিছু মানুষ৷ এর ৮০ ভাগ বরফে ঢাকা৷ এই ভূখন্ডের পরিবেশের প্রভাব আছে সারাবিশ্বে৷
সবাই জানে বরফ গলছে
বৈশ্বিক উষ্ণতার কারণে বরফ যে গলছে, তা সবারই জানা৷ এখন প্রতিবছর প্রায় আধা ইঞ্চি করে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে৷ গবেষকরা এই বিষয়টির ওপর কয়েক বছর ধরে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন৷
নতুন গবেষণা
এ বিষয়ে পরিবেশ গবেষণা বিষয়ক জার্নাল নেচারে নতুন এক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ সেখানে গত ৩৫০ বছর ধরে বরফ কী মাত্রায় গলছে, তা দেখানো হয়েছে৷ দেখা গেছে, গত কয়েক দশকে বরফ গলার মাত্রা বেড়েছে ঝুঁকিপূর্ণ গতিতে৷ প্রাক-শিল্পযুগের চেয়ে বর্তমানে বরফ গলার হার ৫০ ভাগ বেশি৷
গ্রিনল্যান্ডে যা আগে দেখা যায়নি
গবেষণার জন্য ছবিতে যেমন দেখা যাচ্ছে, গ্রিনল্যান্ডে এমন ড্রিল ব্যবহার করে আইসকোর বা নমুনা তোলা হয়েছিল৷ এসব নমুনা বিশ্লেষণ করে গবেষকরা ১৬৫০ সালের বরফ গলার হারও নির্ণয় করতে পেরেছেন৷ দীর্ঘমেয়াদী হিসেবে দেখা গেছে, গত সাড়ে তিনশ’ বছরে বরফ গলার হার আগের ৮ হাজার বছরের চেয়েও বেশি৷
নন-লিনিয়ার আইস মেল্টিং
গবেষকরা এই বরফ গলার হারকে ‘ননলিনিয়ার’ বলছেন৷ অর্থাৎ হিসেব মেনে ঝুঁকির মাত্রা বাড়ছে না৷ যেমন, আগে যেখানে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটা বরফ গলত, এখন ততটা উষ্ণতার কারণে দ্বিগুণ বা তার বেশি বরফ গলছে৷
গ্রিনল্যান্ডের বরফ গললে কী হবে
গ্রিনল্যান্ডের যে আইসশিট তা যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের সমান৷ এত বড় বরফের চাক যদি গলে যায়, তাহলে সমুদ্রের উচ্চতা ৭ মিটার বা ২৩ ফুট বেড়ে যেতে পারে৷
ঝুঁকিতে বাংলাদেশ
কোনো কোনো গবেষকের মতে, সমুদ্রের পানির উচ্চতা তিন ফুট বাড়লেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ২০ ভাগ তলিয়ে যাবে৷ বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় প্রথম দিকে রাখা হয়৷ সেক্ষেত্রে গ্রিনল্যান্ডের বরফ গলার নতুন এ খবর বাংলাদেশের জন্য যে সুখকর নয়, তা বলার অপেক্ষা রাখে না৷