1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর কোরিয়া

রাশিয়া সফরে কিম জং উন, জানালো সিওল

১২ সেপ্টেম্বর ২০২৩

মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কোভিডের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

https://p.dw.com/p/4WDdb
ট্রেনের সামনে কিম জং উন। রাশিয়া যাওয়ার আগে তোলা হয়েছিল এই ছবি।
নিজস্ব বুলেটপ্রুফ ট্রেনে করে রাশিয়া গেছেন কিম। ছবি: Korean Central News Agency/Korea News Service/AP/picture alliance

দিন কয়েক আগে অ্যামেরিকা জানিয়েছিল, কিম রাশিয়া যাবেন। পুটিনকে সমরাস্ত্র দিতে পারেন তিনি।

তাদের কথা সত্যি হলো। রাশিয়ায় পুটিনের সঙ্গে বৈঠক করবেন কিম। ব্লাডিভস্তকে এই বৈঠক হতে পারে।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নিজস্ব ট্রেনে করে কিম জং উন রাশিয়ায় প্রবেশ করেন বলে তারা মনে করে।

কিমের সঙ্গে আছেন সামরিক ও দলের প্রতিনিধিরা। তবে কারা গেছেন, কতজন গেছেন তা জানানো হয়নি।

ক্রেমলিনের ওয়েবসাইটে সোমবার বলা হয়েছে, পুটিনের আমন্ত্রণে কিম আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়া সফরে আসছেন।

পুটিনের সঙ্গে একান্ত বৈঠক করতে পারেন কিম।
রাশিয়া জানিয়েছে, পুটিনের আমন্ত্রণে কিম সেদেশে গেছেন। ছবি: Uncredited/Pool Sputnik Kremlin/KCNA via KNS/AP/dpa/picture alliance

কী কর্মসূচি?

কোভিড ১৮-এর পর থেকে এই প্রথমবার দেশের বাইরে গেলেন কিম। কোভিড হওয়ার পর উত্তর কোরিয়া থেকে কেউ বেরোতে পারেননি।

কিম ও পুটিনের বৈঠক ব্লাডিভস্তকে হতে পারে। পুটিন সোমবার সেখানে গেছেন। বুধবার পর্যন্ত সেখানে ইস্টার্ন ইকনমিক ফোরামের বৈঠক চলবে ও পুটিনের সেখানে থাকার কথা।

 বিশেষজ্ঞদের একাংশ ও মার্কিন কর্মকর্তারা মনে করেন, পুটিন এই বৈঠকে উত্তর কোরিয়ার কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা চাইতে পারেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ''পুটিন আশা করেছিলেন, এক মাসের মধ্যে যুদ্ধে জিতবেন। কিন্তু এখন তাকে নিজের দেশে অনেকটা পথ পাড়ি দিয়ে অন্য দেশের এক নেতার কাছ থেকে যুদ্ধে সহায়তা চাইতে হচ্ছে। আমি এটাকে বলব, পুটিন সাহায্য ভিক্ষা করছেন।''

বিনিময়ে কিম কৃত্রিম উপগ্রহ, পরমাণু-চালিত সাবমেরিনের প্রযুক্তি ও খাদ্যশস্য চাইতে পারেন।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানিয়েছেন, ''পুটিন ও কিম প্রয়োজনে একান্ত বৈঠকে মিলিত হতে পারেন।'' তিনি জানিয়েছেন, ''আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই।''

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)