1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজাকারের তালিকার ভুলে মন্ত্রীর দুঃখ প্রকাশ

১৭ ডিসেম্বর ২০১৯

রাজাকারের তালিকায় ভুল অনিচ্ছাকৃত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক৷ সেখানে মুক্তিযোদ্ধাদের নাম কিভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি৷

https://p.dw.com/p/3UxOH
Bangladesh Liberation War Affair Ministry Press relies.
ছবি: privat

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসা নিয়ে বিবৃতি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক৷ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এজন্য দুঃখ প্রকাশ করেছেন৷

বিবৃতিতে তিনি বলেন, ‘‘অভিযোগ পাওয়া যাচ্ছে এ তালিকায় বেশ কিছু নাম এসেছে, যারা রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তিকমিটি বা স্বাধীনতাবিরোধী নন বরং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বা মুক্তিযোদ্ধা৷ এ ধরনের কোনো ব্যক্তির নাম তালিকায় কিভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে৷’’

প্রকাশিত তালিকায় ভুলভাবে কারও নাম এসে থাকলে আবেদনের প্রেক্ষিতে যাচাই করে তা বাদ দেয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী৷ বলেন, ‘‘এই প্রকাশিত তালিকায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত৷’’

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর স্বাধীনতাবিরোধীদের ১০ হাজার ৭৮৯ জনের একটি তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়৷ পরে সেখানে অনেক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকের নাম থাকার অভিযোগ উঠে৷ বিবৃতিতে মোজাম্মেল হক জানান, ‘‘ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে নতুন কোনো তালিকা প্রণয়ন করা হয়নি৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে তালিকা যেভাবে পাওয়া গেছে সেভাবেই প্রকাশ করা হয়েছে৷’’

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য