রাজপরিবারের সমকামী সদস্যদের কথা
জেনে নেয়া যাক বিভিন্ন রাজপরিবারের সমকামী সদস্যদের কথা৷
রাজকুমার মানবেন্দ্র সিং গোহিল
ভারতীয় রাজকুমার মানবেন্দ্র সিং গোহিল হচ্ছেন বিশ্বের প্রথম সমকামী রাজকুমার যিনি ২০০৬ সালে নিজেই নিজের যৌন পরিচয় প্রকাশ্যে এনেছিলেন৷ তবে এই ঘটনার পর তার পরিবার তাকে দ্রুতই ত্যাজ্য ঘোষণা করে৷ ২০১৩ সালে গোহিল মার্কিন যুক্তরাষ্ট্রে তার পছন্দের পুরুষকে বিয়ে করেন৷ বর্তমানে তিনি একজন সক্রিয় এলজিবিটিকিউ+ অ্যাক্টিভিস্ট৷ তিনি এইচআইভি/এইডস প্রতিরোধে শিক্ষামূলক কর্মকাণ্ডও পরিচালনা করেন৷
ফিলিপ ওয়ান, ডিউক অব ওরলিন্স (১৬৪০-১৭০১)
ফ্রান্সের ‘সান কিং’ খ্যাত লুইস ফোরটিন এর ছোট ভাই ছিলেন ফিলিপ৷ নিজের মধ্যকার মেয়েলি মনোভাব কখনোই লুকাননি তিনি৷ এই ডিউক সুগন্ধী, অলংকার এবং সুন্দর ফিতার ও সিল্কের কাপড়ের প্রতি টানের জন্য বিখ্যাত ছিলেন৷ ফিলিপের অনেক প্রেমিক-প্রেমিকা ছিল৷
গ্রেট ব্রিটেনের রানী অ্যান (১৬৬৫-১৭১৪)
রানী অ্যান ১৭০২ থেকে ১৭১৪ সাল অবধি ব্রিটেন শাসন করেছিলেন৷ যদিও তিনি বিবাহিত ছিলেন তাসত্ত্বেও গুজব রয়েছে যে ছোটবেলার বান্ধবী সারাহ চার্চিলের সঙ্গে যৌনসম্পর্ক ছিল তার৷ বিভিন্ন চিঠিতে সেই সম্পর্কের প্রমাণ পাওয়া যায়৷
সম্রাট হ্যাড্রিয়ান (৭৬-১৩৮ এডি)
আধুনিক বিবেচনায় সম্রাট হ্যাড্রিয়ানকে সম্ভবত রাজবংশীয় বিবেচনা করা হবে না, তবে তিনি ১১৭ থেকে ১৩৮ এডি অবধি রোমান সম্রাট ছিলেন৷ তিনি গ্রিক যুবক অ্যান্টিনাসের প্রতি ভালোবাসা প্রকাশেরক্ষেত্রে কোন রাখঢাক রাখতেন না৷ তারা একসঙ্গে বিভিন্ন উৎসবে হাজির হয়েছেন, এমনকি সাম্রাজ্য ভ্রমণেও গিয়েছেন৷
লর্ড আলফ্রেড ডুগলাস (১৮৭০-১৯৪৫)
বিংশ শতাব্দির শুরুতে লর্ড আলফ্রেড ডুগলাস (ডানে) অস্কার ওয়াইল্ড-এর প্রেমিক ছিলেন৷ ডুগলাসের বাবা এই সম্পর্কের প্রতি ঘৃণা প্রকাশ করেন এবং ওয়াইল্ডকে সেসময়ের বিবেচনায় সমকামিতার অপরাধে কারাবন্দি করেন৷
রাজকুমার এগন ফন ফুরস্টেনবার্গ (১৯৪৬-২০০৪)
জার্মানির রাজকুমার এগন ফন ফুরস্টেনবার্গ একজন সামাজিক ব্যক্তি এবং নকশাকার হিসেবে পরিচিত ছিলেন৷ তিনি তার উভকামিতার কথা গোপন রাখেননি৷ যদিও তিনি দু’বার দু’জন নারীকে বিয়ে করেছিলেন, তাসত্ত্বেও তার পুরুষ শয্যাসঙ্গী ছিল৷
লুইসা ইসাবেল আলভারেজ ডে তলেডো (১৯৩৬-২০০৮)
লুইসা ইসাবেল আলভারেজ ডি তলেডো স্পেনের সবচেয়ে পরিচিত ডিউকাল হাউস মেদিনা-সিদোনিয়ার বাসিন্দা ছিলেন৷ তিনি তার বিশ্বাসের বিষয়ে সরব ছিলেন এবং প্রকাশ্যে ধর্মত্যাগ করেছিলেন৷ নিজের নারী সেক্রেটারির সঙ্গে বিশ বছর প্রেম করেছেন তিনি৷ ২০০৮ সালে ডাচেস মৃত্যশয্যায় থাকাকালে তাদের বিয়ে হয়৷
লর্ড ইভার মাউন্টব্যাটেন
লর্ড ইভার মাউন্টব্যাটেন (ডানে) হচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথের বর্ধিত পরিবারের প্রথম সদস্য যিনি খোলামেলাভাবেই সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন৷ তিনি তার সঙ্গী জেমস কোয়েলকে ২০১৮ সালে বিয়ে করেন৷ তার পরিবার বিষয়টি সহজভাবে নিয়েছিল৷