রাজকীয় বিয়ের উপহার হিসেবে একপাল গরু!
২৫ এপ্রিল ২০১১এক পাল গরু দিলে কেমন হয়?
প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন তাঁদের বিয়েতে শুভাকাঙ্খীদের কাছ থেকে কোন উপহার নিচ্ছেন না৷ তাঁরা অনুরোধ করেছেন, যে অর্থ বরাদ্দ করা হয়েছে উপহারের জন্য তা যেন চ্যারিটিতে দান করে দেয়া হয়৷ এটা কোন কথা হল? তবে, এটা যদি বর-কনের ইচ্ছে থাকে তাহলে কী আর করা!
বেশ কিছু দামী উপহার এসেছিল ব্রিটেনে প্রিন্স চার্লস আর লেডি ডায়ানার বিয়ের সময়৷ ক্যানাডার সরকার বিভিন্ন ধরণের অ্যান্টিক আসবাব-পত্র উপহার দিয়েছিলেন৷ সেই সঙ্গে এসেছিল অত্যন্ত দামী একটি পালঙ্ক, যাকে বল হয় ফোর-পোস্টার বেড৷ এসবই এসেছিল তিরিশ বছর আগে৷ অস্ট্রেলিয়া দিয়েছিল খাঁটি রূপার ২০টি প্লেট এবং ট্রে৷
দিন পাল্টেছে, পাল্টেছে যুগ এবং সময়৷ প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন কোন উপহার নেবেন না৷ উপহারের জন্য বরাদ্দ অর্থ তাঁরা দান করে দিতে চান৷ এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে যে ভূমিকম্প হয়েছে তার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক৷ উইলিয়াম এবং কেট সেখানকার মানুষদের সাহায্য করতে চান৷
চ্যারিটির তালিকায় রয়েছে ক্যানাডিয়ান কোস্ট অক্সিলারি এবং অস্ট্রেলিয়ার ব়য়্যাল ফ্লাইং ডক্টর সার্ভিস৷ এসব চ্যারিটিই ব্রিটেনে অবস্থিত৷ আরেকটি সংস্থা হল আর্মি উইডোজ অ্যাসোসিয়েশন৷
সামরিক বাহিনীতে নিযুক্ত অফিসারদের বিধবা স্ত্রীদের নিয়ে গঠিত এই সংস্থা৷ তাঁদেরও আর্থিকভাবে সাহায্য করতে চান প্রিন্স উইলিয়াম৷ প্রিন্স উইলিয়াম নিজে ব়য়্যাল এয়ার ফোর্সের একজন পাইলট – অনেকে বলছেন এজন্যই সামরিক ক্ষেত্রের প্রতি তাঁর আলাদা টান রয়েছে৷
যে চ্যারিটি বা দাতব্য প্রতিষ্ঠানটি এইসব অর্থ সংগ্রহ করবে তার প্রতিষ্ঠাতা প্রিন্সউইলিয়াম এবং তাঁর ভাই প্রিন্স হ্যারি৷
আর কোন দেশ কী পাঠাচ্ছে? দক্ষিণ আফ্রিকার একটি ডিসকাউন্ট এয়ারলাইন কনেকে দিচ্ছে একপাল গরু৷ খুব শীঘ্রই এই গরুর পাল কেট মিডলটনের পরিবারের কাছে পাঠানো হবে৷ ক্যানাডার সরকার কী দিচ্ছে তা সরকার ২৯ তারিখ অর্থাৎ বিয়ের দিন ঘোষণা দেবে৷ক্যানাডার আলবার্টা রাজ্য ২৫ হাজার ক্যানাডিয়ান ডলার দিচ্ছেযে, তা ইতিমধ্যেই জানানো হয়ে গেছে৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়