1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলার হতে হতে সংগীত শিল্পী

মারুফ আহমদ১৭ জানুয়ারি ২০১৩

পশ্চিমের রক-পপ সংগীত জগতে এক সুপরিচিত নাম রড স্টুয়ার্ট৷ চার দশকেরও বেশি সময় যাবৎ সংগীত জীবনে তিনি পেয়ে আসছেন সাফল্য ও জনপ্রিয়তা৷ ১০ই জানুয়ারি ছিল এই সফল ব্রিটিশ সংগীত শিল্পীর ৬৮তম জন্মবার্ষিকী৷

https://p.dw.com/p/17LTb
ছবি: Fotolia/SibylleMohn

ষাটের দশকের শেষার্ধ থেকে সংগীত গোষ্ঠী ‘দ্য জেফ বেক গ্রুপ' এবং পরবর্তিকালে ‘ফেসেস' গোষ্ঠীর সাথে সংগীত জগতে রড স্টুয়ার্ট-এর সফল জয়যাত্রা৷ এ সময়ই গীতিকার, সুরকার ও গায়ক হিসাবে তাঁর আত্মপ্রকাশ৷

এই গোষ্ঠীর পাশাপাশি একক সংগীত শিল্পী হিসেবেও তিনি পান সাফল্য ও স্বীকৃতি৷ ১৯৬৯ সালে প্রকাশ পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অ্যান ওল্ড রেইনকোট ভোন্ট এভার লেট ইউ ডাউন'৷ এই অ্যালবাম ব্রিটেন ও অ্যামেরিকায় ‘দ্য রড স্টুয়ার্ট অ্যালবাম' হিসেবে পায় বিপুল সমাদর ও প্রশংসা৷ সত্তরের দশকের শুরু থেকেই একক সংগীত শিল্পী হিসেবে তিনি জয় করেন বিশ্বের অসংখ্য সংগীত অনুরাগীর হৃদয়৷

In this CD cover image released by J Records, "Soulbook" by Rod Stewart is shown. (AP Photo/J Records)
ষাটের দশকের শেষার্ধ থেকে সংগীত গোষ্ঠী ‘দ্য জেফ বেক গ্রুপ' এবং পরবর্তিকালে ‘ফেসেস' গোষ্ঠীর সাথে সংগীত জগতে রড স্টুয়ার্ট-এর সফল জয়যাত্রাছবি: AP

তাঁর আসল নাম রোডেরিক ডেভিড স্টুয়ার্ট৷ জন্ম ১৯৪৫ সালে, উত্তর লন্ডনে৷ রড ছিলেন পাঁচ ভাই-বোনের কনিষ্ঠতম৷ ফুটবলের অনুরাগী ছিল তাঁর পরিবার৷ সেই সাথে ‘রক অ্যাণ্ড রোল' সংগীত শিল্পী অ্যাল জলসন বা লিটল রিচার্ডেরও ভক্ত ছিলেন তাঁরা৷ ছোট রডের ওপর দুইয়েরই প্রভাব পড়েছিল৷ প্রথমে তিনি হতে চেয়েছিলেন পেশাদার ফুটবল খেলোয়াড়৷ কিন্তু ১৯৫৯ সালে রডের বাবা তাঁকে একটি গিটার উপহার দেন আর সেই থেকেই সংগীতের প্রতি ঝুঁকে পড়েন তিনি৷ ১৯৬০ সালে স্কুলের সহপাঠিদের নিয়ে তিনি গঠন করেন একটি সংগীত গোষ্ঠী৷ ১৯৬২ সালে তিনি যোগ দেন ‘দ্য রে ডেভিস কোয়ার্টেট'-এ৷ এরপর ১৯৬৭ সালে তাঁর পরিচয় হয় বিখ্যাত গিটার বাদক জেফ বেক-এর সাথে এবং গায়ক হিসেবে তাঁর গোষ্ঠী ‘জেফ বেক গ্রুপ'-এ যোগ দেয়ার সুযোগ পান রড৷ সেই থেকেই শুরু হয় সংগীত জগতে তাঁর সফল যাত্রা৷

Rod Stewart, British rock singer and musician. (AP-Photo) 1983
তাঁর আসল নাম রোডেরিক ডেভিড স্টুয়ার্টছবি: AP

তাঁর স্বতঃস্ফূর্ত ও মন্দ্র কণ্ঠস্বর মুগ্ধ করেছে বিশ্বের অসংখ্য সংগীত অনুরাগীর হৃদয়৷ রক-হেভি মেটেল দিয়ে তাঁর সংগীত জীবন শুরু হলেও পরবর্তিকালে রকের সাথে তাঁর গানে মিশেছে লোক, ব্লুজ ও ষাটের দশকের ব্যালেড আঙ্গিকের পপ সংগীতের প্রভাব৷ অসংখ্য অ্যালবাম বেরিয়েছে বাজারে৷ টেলিভিশন, মিউজিকাল ও বেশ কিছু ছায়াছবির সঙ্গেও জড়িত রয়েছেন তিনি৷ আজও বিশ্বব্যাপী বহু কনসার্ট পরিবেশনার মধ্য দিয়ে তিনি ধরে রেখেছেন তাঁর জনপ্রিয়তা৷ ১৯৯৪ সালে ‘রক অ্যান্ড রোল হল অফ ফেম'-এ অভিষিক্ত হয়েছেন তিনি৷ একবার গ্র্যামি, এম টিভি ও ব্রিট ছাড়াও আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন সুপার স্টার রড স্টুয়ার্ট৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য