যে শোকের সান্ত্বনা নেই
জার্মানউইংসের ফ্লাইট ৪ইউ৯৫২৫ বিধ্বস্ত হওয়ায় শোকে স্তব্ধ জার্মানির ইওজেফ ক্যোনিশ স্কুল৷ ঐ স্কুলের ১৬ জন শিক্ষার্থী সহ দুজন শিক্ষক ছিলেন ফ্লাইটে৷ দুর্ঘটনা পরবর্তী নানা ঘটনা উঠে এসেছে ছবিঘরে৷
আজ আমরা একা
জার্মান শহর হালটার্ন এর ইওজেফ ক্যোনিশ স্কুলের সামনে বুধবার হাজির হয়েছিলেন শোকগ্রস্ত অনেক মানুষ৷ স্কুলের বাইরে লেখা আছে ‘গতকাল আমরা অনেকে ছিলাম, আজ আমরা একা’৷
শ্রদ্ধা
ফুল আর মোমবাতি নিয়ে হাজির হয়েছিল শিশুরাও৷
নীরবতা পালন
ফরাসি এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা ৫৩ মিনিটে প্রায় ৬,০০০ ফুট উচ্চতা থেকে বিমানটি শেষবারের মতো যোগাযোগ করেছিল৷ তারপর বিমানটি বিধ্বস্ত হয়৷ বুধবার ঠিক ঐ সময়ে জার্মানউইংস এর সদরদপ্তর কোলনে এক মিনিটের নীরবতা পালন করেন কর্মীরা৷ পুরো বিশ্বে লুফটহানসা ও জার্মানউইংস এর কর্মীরা একই সময় নীরবতা পালন করেন৷
দুর্ঘটনাস্থল
ফ্রেঞ্চ আল্পসের এই এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ৷
ব্ল্যাকবক্স
বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাকবক্স পাওয়া গেছে, যদিও সেটি কিছুটা ক্ষতিগ্রস্ত৷ অন্য ব্ল্যাকবক্স উদ্ধারের কাজ এখন চলছে৷
তদন্ত কাজ
ফ্রেঞ্চ আল্পসের প্রত্যন্ত অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু হয়৷ কিন্তু রাতে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ ঘোষণা করা হয়৷ বুধবার সকাল থেকে আবারও কাজে নেমেছে তদন্ত দল৷
পৌঁছেছে ফরেনসিক টিম
ফ্রান্সের যে শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে৷ ফরেনসিক দলও এরই মধ্যে পৌঁছে গেছে দুর্ঘটনাস্থলে৷
শোকাহত স্পেনের রাজা-রানী
স্পেনে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে৷ এই তিন দিন তাদের সবধরনের রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন দেশটির রাজা-রানী৷
জার্মানি, স্পেন ও ফ্রান্সের প্রধানদের শোক
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এই ঘটনায় শোক জানিয়েছেন৷ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি৷ সাথে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ ও স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখই৷
নিহত ১৫০ আরোহী
মঙ্গলবার স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ড্যুসেলডর্ফে আসার পথে ফ্রেঞ্চ আল্পসে বিধ্বস্ত হয় জার্মানউইংসের ৪ইউ৯৫২৫ ফ্লাইট৷ ১৪৪ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন ফ্লাইটটিতে৷