যেসব দেশে করোনায় সংক্রমণ সবচেয়ে বেশি
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ বিষয়ক তথ্যের ভিত্তিতে এই ছবিঘরে রয়েছে করোনা সংক্রমণে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর কথা৷
১০. ইরান
সংক্রমণের সংখ্যার বিচারে দশম স্থানে রয়েছে ইরান৷ মোট আক্রান্ত ২ লাখ ৭৬ হাজার ২০২জন৷ মারা গেছেন ১৪ হাজার ৪০৫জন৷ সেরে উঠেছেন ২ লাখ ৪০ হাজার ৮৭জন৷
৯. যুক্তরাজ্য
নবম স্থানে যুক্তরাজ্য৷ মোট আক্রান্ত ২ লাখ ৯৬ হাজার ৯৪৪জন৷ মারা গেছেন ৪৫ হাজার ৩৯৭জন৷ জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে যে, সেখানে সেরে উঠেছেন ১ হাজার ৪১৩জন৷ কিন্তু এ বিষয়ে সম্পূর্ণ হালনাগাদ তথ্য জানা যায়নি৷
৮. চিলি
অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ অ্যামেরিকার দেশ চিলি৷ মোট আক্রান্ত ৩ লাখ ৩০ হাজার ৯৩০জন৷ মারা গেছেন ৮ হাজার ৫০৩জন৷ সুস্থ হয়েছেন ৩ লাখ ১ হাজার ৭৯৪জন৷
৭. মেক্সিকো
দক্ষিণ অ্যামেরিকার আরেক দেশ মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৯৬৷ প্রাণ হারিয়েছেন ৩৯ হাজার ৪৮৫জন৷ সেরে উঠেছেন ২ লাখ ৬৩ হাজার ৯২জন৷
৬. পেরু
ষষ্ঠ স্থানে রয়েছে পেরু৷ সেখানে মোট আক্রান্ত ৩ লাখ ৫৩ হাজার ৫৯০জন৷ মারা গেছেন ১৩ হাজার ১৮৭জন৷ সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৮১জন৷
৫. দক্ষিণ আফ্রিকা
পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা৷ সেখানে মোট আক্রান্ত ৩ লাখ ৭৩ হাজার ৬২৮জন৷ প্রাণ হারিয়েছেন ৫ হাজার ১৭৩জন৷ ভালো হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৮৬৫জন৷
৪. রাশিয়া
সংক্রমণের হিসাবে চতুর্থ স্থানে রাশিয়া, মোট আক্রান্ত ৭ লাখ ৮২ হাজার ৪০৷ করোনা সংক্রমণে মারা গেছেন ১২ হাজার ৫৬১জন৷ সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৩৯৭জন৷
৩. ভারত
এশিয়ায় সর্বোচ্চ সংক্রমিত দেশ এই মুহূর্তে ভারত৷ বিশ্বে করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে মোট আক্রান্ত ১১ লাখ ৫৫ হাজার ৩৩৮জন৷ সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ৫৭৮জন৷ কিন্তু মারা গেছেন ২৮ হাজার ৮২জন৷
২. ব্রাজিল
ব্রাজিলেও হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা৷ মোট আক্রান্ত ২১ লাখ ১৮ হাজার ৬৪৬৷ প্রাণ হারিয়েছেন ইতিমধ্যে ৮০ হাজার ১২০জন৷ আবার সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৩০০জন৷
১. মার্কিন যুক্তরাষ্ট্র
করোনা সংক্রমণের হিসেবে এখনো শীর্ষস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ৩৮ লাখ ৩০ হাজার ৯২৬জন মোট আক্রান্ত সেখানে৷ সেরে উঠেছেন ১১ লাখ ৬০ হাজার ৮৭জন৷ মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯জনের৷ করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে৷
বাংলাদেশ
করোনা সংক্রমণের বিচারে বাংলাদেশ রয়েছে সতেরো নম্বরে৷ ২ লাখ ৭ হাজার ৪৫৩জন মোট সংক্রমিত সেখানে৷ এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬৬৮জন, সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৫৬৷