যুদ্ধাপরাধের বিচার
২৪ ডিসেম্বর ২০১২এর আগে গত ১৯শে ডিসেম্বর একই ট্রাইব্যুনালে সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলাটির বিচারও পুনরায় শুরু করার আবেদন করা হয়েছে৷ সোমবার তিনটি আবেদনেরই শুনানির জন্য দিন ধার্য্য করা হয়েছে৷
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বিচার পুনরায় শুরুর আবেদন করেছেন আসামিপক্ষ৷ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আবেদনটি দাখিল করেন তাদের আইনজীবীরা৷ এর আগে গত ১৯শে ডিসেম্বর একই ট্রাইব্যুনালে সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলাটির বিচারও পুনরায় শুরু করার আবেদন করেছিলেন আসামিপক্ষ৷ সোমবার তিনটি আবেদনেরই শুনানির জন্য দিন ধার্য্য করেছেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল৷
ট্রাইব্যুনালে সাঈদীর আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ৷ সোমবার তিনি দেশের বাইরে থাকবেন উল্লেখ করে কেবল আইনগত বিষয়ে কথা বলার অনুমতি প্রার্থনা করেন৷ আদালত তাঁকে বিশেষ বিবেচনায় শুনানির অনুমতি দিলে মওদুদ বলেন, একটি গ্রহণযোগ্য রায় হওয়ার জন্য এ মামলাটি পুনরায় শুরু করা প্রয়োজন৷ তবে সব ক'টি আবেদনের চূড়ান্ত শুনানি সোমবার একসঙ্গে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা৷ ব্যারিস্টার মওদুদ বলেন, একজন বিচারক আরেকজনের সঙ্গে কথা বলেছেন, তার কাছে রায়টা কী ধরণের হবে জানতে চেয়েছেন৷ এরপর বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ার স্বার্থে পুনরায় শুনানি করা প্রয়োজন৷
এদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর এডভোকেট রানা দাশগুপ্ত বলেন, তারা যে সব আবেদন করেছেন তা আইনে টেকে না৷ এ আইনে পুনরায় বিচার শুরুর কোনো সুযোগ নাই৷ মাঠের রাজনীতির শ্লোগান এখন ট্রাইব্যুনালে দিচ্ছেন আসামী পক্ষের আইনজীবীরা৷ তিনি বলেন, একটি মামলার সব প্রক্রিয়া শেষ৷ এখন রায় ঘোষণার জন্য অপেক্ষা৷ সেখানে নতুন করে মামলার শুনানির কি আছে?
রবিবার হঠাৎ করেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি এলাকায় তল্লাশি চালানো হয়৷ রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার নুরুল ইসলাম বলেন, ১৮ দলীয় জোটের গণমিছিলের কর্মসূচি থাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷
প্রসঙ্গত, সম্প্রতি বেলজিয়াম প্রবাসী বাংলাদেশি আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপ সংলাপ সংবাদপত্রে প্রকাশিত হয়৷ এরপর গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন বিচারপতি নিজামুল হক৷