চলে গেলেন মার্কেস
১৯ এপ্রিল ২০১৪পেশায় সাংবাদিক, মজাদার চরিত্র, কিউবার ফিদেল কাস্ত্রোর বন্ধু, তাঁকে নাকি সাহিত্যে নোবেল সতীর্থ মারিও ভার্গাস লোসা একবার ঘুসি মেরেছিলেন! অথচ মার্কেস বলতেন, তিনি লেখেন তাঁর বন্ধুদের মন জয় করার জন্য৷ বন্ধু ও গুণমুগ্ধদের অভাব কোনোকালেই ছিল না, মৃত্যুর পরে তো নয়ই৷
কলম্বিয়ার প্রেসিডেন্ট খুয়ান মানুয়েল সান্টোস টুইট করেছেন: ‘‘চিরকালের মহান কলম্বিয়ানদের একজন চলে যাওয়ায় এক হাজার বছরের নির্জনতা ও বিষাদ''৷ সান্টোস তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন: ‘‘বিশ্ব একজন মহৎ স্বপ্নদ্রষ্টাকে হারালো''৷
মার্কেসের জন্ম কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলের একটি ছোট্ট গ্রামে৷ বাবা ছিলেন টেলিগ্রাফ অপারেটর৷ ২৩ বছর বয়সে আইন পড়ায় ক্ষান্ত দেন সাহিত্যচর্চা করবেন বলে৷ সেটা ছিল ১৯৫০ সালে৷ তাঁর সবচেয়ে নামকরা উপন্যাস, ‘‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিচুড'', প্রকাশিত হয় ১৯৬৭ সালে, অনুদিত হয় ৩৫ ভাষায়, বিক্রি হয় তিন কোটি কপি৷
‘‘একশো বছরের নির্জনতা''-র কাহিনিও কিন্তু ক্যারিবিয়ান উপকূলের একটি কাল্পনিক গ্রামের এক কাল্পনিক পরিবারকে নিয়ে৷ মার্কেসের রচনাশৈলীর নামকরণ হয়েছে ‘ম্যাজিক রিয়ালিজম', মার্কেস যার সংজ্ঞা দিয়েছিলেন, ‘‘আমরা যে বাস্তবকে দেখি, তার পিছনে যে ধারণাটা আছে''৷
সালটা ধরা যাক ১৯৬১, মেক্সিকো সিটি-তে স্ত্রী-পুত্র নিয়ে অর্থকষ্টে দিন কাটাচ্ছেন মার্কেস, দ্বিতীয় সন্তানের জন্ম আসন্ন৷ মার্কেস কখনো অ্যাডভার্টাইজিং কোম্পানির হয়ে কাজ করছেন, কখনো চিত্রনাট্য লিখছেন, কখনো বা লিটল ম্যাগাজিনের সম্পাদনা করছেন৷ ন'মাসের বাড়িভাড়া বাকি৷ মার্কেস লিখে চলেছেন: ‘‘একশো বছরের নির্জনতা''৷
এই ‘‘একশো বছরের নির্জনতা'' প্রকাশিত হবার ১৫ বছরের মধ্যে মার্কেসকে নোবেল সাহিত্যে পুরস্কার পেতে দেখা যায়৷ নোবেল কমিটির প্রশংসাপত্রে বলা হয়েছিল, মার্কেসের উপন্যাসগুলি কল্পনা ও বাস্তবের এক অদ্ভুত সংমিশ্রণ৷ স্টকহোল্মে পুরস্কার গ্রহণ করার সময় মার্কেস কিন্তু বলেন, ল্যাটিন অ্যামেরিকার নির্মম একনায়কদের শাসন ও গৃহযুদ্ধের ‘‘অতিকায় বাস্তব''-ই সুইডিশ অ্যাকাডেমি অফ লেটার্স-এর মনোযোগ আকর্ষণ করেছে, ‘‘শুধু সাহিত্যে তার অভিব্যক্তি'' নয়৷
মার্কেস ছিলেন কিউবার গুণমুগ্ধ ভক্ত৷ দেশটির ‘প্রেন্সা লাতিনা' সংসাদ সংস্থার হয়ে বহুদিন বিশেষ সংবাদদাতার কাজ করেছেন৷ কাস্ত্রোর সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে আজও বিতর্ক আছে৷ অথচ গত ৯০-এর দশকে মার্কিন প্রোসিডেন্ট বিল ক্লিন্টন এবং কাস্ত্রোর মধ্যে দৌত্যকার্য করেছেন মার্কেস, কেননা দু'জনেই ছিলেন তাঁর বন্ধু৷ মার্কেসের বন্ধুদের মধ্যে ল্যাটিন অ্যামেরিকার সাহিত্যজগতের বহু তারকা-নক্ষত্রকে পাওয়া যাবে, যেমন মেক্সিকোর অক্টাভিও পাস এবং কার্লোস ফুয়েন্টেস৷
এসি/ডিজি (এএফপি, এপি)