মেয়েদের সম্পর্কে কিছু জানা-অজানা...
ছেলেদের মডেলদের মতো স্লিম মেয়ে পছন্দ হলেও অনেক মেয়ের কেন ভূরিওয়ালা স্বামী পছন্দ? মেয়েরা কতটা স্বাস্থ্য সচেতন কিংবা তাদের শীত বেশি লাগে কেন? এ রকম নানা প্রশ্নের উত্তর পাবেন ছবিঘরে৷
মেয়েদের পছন্দ ভূরিওয়ালা পুরুষ
একটি ব্রিটিশ গবেষণা থেকে জানা গেছে, স্বামী কিংবা লিভিং পার্টনার হিসেবে সামান্য ভূরি আছে এমন ছেলেদেরই মেয়েদের বেশি পছন্দ৷ কারণ, মেয়েরা মনে করে, যেসব ছেলের ওজন একটু বেশি থাকে, তারা একটু আয়েশি হয় এবং তাদের উদ্বেগ কিছুটা কম থাকে৷ তাছাড়া অন্য মেয়েরা সহজে তাদের নাদুস-নুদুস স্বামী বা প্রেমিকের প্রেমে পড়বে না ভেবেও নাকি কিছুটা নিশ্চিন্ত থাকা যায়৷
মেয়েদের খাবারে অরুচি
স্যোশাল মিডিয়ায় স্লিম মেয়ে বা মডেলদের ছবি দেখে অনেক তরুণী স্লিম থাকতে চায় বলে আজকাল তারা খেতে চায় না৷ রোগা পাতলা মেয়েদের নকল করতে গিয়েই খাওয়ায় তাদের এই অরুচি৷ তথ্যটি জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের করা সাম্প্রতিক এক গবেষণা থেকে৷
নারীরা কতটা স্বাস্থ্য সচেতন?
সারা বিশ্বে জ্বরায়ু ক্যানসারে মেয়েদের মৃত্যুহার কমছে বলে জানিয়েছে মাইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল৷ ২০০২ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক লক্ষ রোগীর মধ্যে গড় মৃত্যুহার ছিল শতকরা ৫ দশমিক ৮৷ ২০১২ সালে তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২-এ৷ আর মার্কিন যুক্তরাষ্ট্রে জরায়ু ক্যানসারে মৃত্যুহার কমেছে শতকরা ১৬ ভাগ৷
মেয়েদের শীত বেশি লাগে কেন?
মেয়েদের ত্বকের ভেতরের টিস্যু পাতলা থাকে৷ তাছাড়া তাদের পেশি পুরুষদের মতো ভরাট ও শক্ত নয়৷ তাই মেয়েদের শরীরের তাপমাত্রা তাড়াতাড়ি কমে যায়৷ এ কারণে ছেলেদের চেয়ে মেয়েদের শীত বেশি লাগে৷ আর মেয়েদের শরীরে আয়রনের ঘটতির কারণেও শীত বেশি লাগতে পারে বলে বিশেষজ্ঞরা জানান৷
দেরিতে মা হওয়া নারীরা বেশি ফিট
৩৫ বা তার চেয়ে বেশি বয়সে মা হওয়া নারীদের যৌনহরমোন সক্রিয় থাকে এবং মেনোপজ হওয়ার পরেও তারা মানসিকভাবে ফিট থাকেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের করা গবেষণার এই তথ্য প্রকাশ পেয়েছে জার্নাল অফ দ্য গেরিয়াট্রিক্স সোসাইটিতে৷যেসব মেয়ের পিরিয়ড তাড়াতাড়ি শুরু হয় এবং বেশি দিন জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করেন, তাদেরও মেন্টাল ফিটনেস থাকে বেশিদিন৷ তার অর্থ কিন্তু এই নয় যে, মেয়েদের বেশিদিন অ্যান্টিবেবি পিল খাওয়া উচিত৷
মেয়েদের ‘মাসিক চক্র’ যা জানান দেয়
মেয়েদের পিরিয়ড বা ঋতুস্রাবের সময় যে, শুধু রক্তের মধ্যেই হরমোনের ওঠা-নামা হয়, তাই নয়৷ তখন তাদের এই পরিবর্তন স্মরণশক্তি এবং অনুভূতিতেও লক্ষ্য করা যায়, যা ওভুলেশন বা ডিম্বস্ফোটন পর্যন্ত চলে৷ তবে মেয়েদের ঋতুস্রাবকালীন সময়ের পরিবর্তনটুকু বেশিরভাগ ছেলেকেই কিছুটা হলেও অবাক করে বৈকি! জার্মানির মাক্স প্লাংক ইন্সটিটিউটের করা গবেষণা থেকে বেরিয়ে আসা এই তথ্যটি প্রকাশ করেছে সায়েন্টিফিক রিপোর্টস৷