মেক্সিকোর আদিবাসী মুসলমান সম্প্রদায়
মেক্সিকোর চিয়াপাস রাজ্যটি প্রাচীন মায়া সভ্যতার একটি অংশ ছিল৷ সেখানকার একটি আদিবাসী গোষ্ঠীর মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে৷
খ্রিষ্টান থেকে ইসলাম
ছবিতে ৬৪ বছর বয়সি উমরকে দেখতে পাচ্ছেন৷ একসময় তিনি এভানজেলিক্যাল গির্জার যাজক ছিলেন৷ নব্বই দশকের শেষ দিকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন৷
ঐক্যের প্রতীক
মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সান ক্রিস্টোবাল ডে লাস কাসাস শহরে বাস করেন উমর৷ ইসলাম ধর্ম গ্রহণ করার পর স্থানীয় মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন তিনি৷ ‘‘আমাদের একেশ্বরবাদী ধর্ম,’’ বলেন তিনি৷ ‘‘তবে আমরা সন্তের পূজা করি না৷’’
মুসলিম সম্প্রদায়
উমর সহ কয়েকশ মুসলমানের বাস চিয়াপাস রাজ্যে৷ তাঁদের অধিকাংশই সোসিল সম্প্রদায়ের অন্তর্গত৷ ইসলাম ধর্ম গ্রহণের আগে তাঁরা ক্যাথলিক সহ খ্রিষ্টান ধর্মের অন্যান্য গোষ্ঠীর অংশ ছিলেন৷ ছবিতে ২০ বছরের আনিসাকে কোরান শরিফ পড়তে দেখা যাচ্ছে৷
ধর্মান্তরের কারণ
আশির দশকের শেষ দিকে স্থানীয়রা ইসলাম ধর্ম গ্রহণ শুরু করে৷ ঐ সময় চিয়াপাস রাজ্যে সাপাতিস্তা মুভমেন্টে ছড়িয়ে পড়ছিল৷ ফলে পুঁজিবাদসহ খ্রিষ্টান ধর্ম সমালোচনার মুখে পড়েছিল৷
পোশাক
পুরুষরা মাথায় টুপি, স্থানীয়ভাবে যা ‘কুফি’ নামে পরিচিত, আর নারীরা মায়া সভ্যতার ঐতিহ্যবাহী শাল দিয়ে বানানো হিজাব পরেন৷
স্থানীয়দের মাঝে প্রতিক্রিয়া
ছবির ব্যক্তিটি মুস্তফা৷ তিনি জানান, ‘‘আমরা যখন ধর্মান্তরিত হই তখন মানুষ আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে ছিল৷ তাঁরা ভেবেছিল আমরা সন্ত্রাসী, তাই তাঁরা আমাদের ভয়ও পেয়েছিল৷’’ তবে সময়ের সঙ্গে তা ঠিক হয়ে গেছে৷ ‘‘আমাদের কাজ দেখে তাঁদের মতামতে পরিবর্তন আসে,’’ বলেন তিনি৷
এক শতাংশের কম
মেক্সিকোর মোট জনসংখ্যা ১২ কোটি৷ এর মধ্যে প্রায় ৮৩ শতাংশ ক্যাথলিক খ্রিষ্টান৷ আর মুসলমানের সংখ্যা এক শতাংশেরও কম৷
পবিত্র ধর্ম
৫৫ বছরের মোহাম্মদ আমিনকে নামাজ পড়তে দেখতে পাচ্ছেন৷ ইসলাম গ্রহণ করার কারণ সম্পর্কে রয়টার্সকে তিনি বলেন, ‘‘এটা একটা পবিত্র ধর্ম৷ এই বিষয়টিই আমাকে আকৃষ্ট করেছে৷’’