মেক্সিকোতে ভূমিকম্প, নিহত ২১৭
২০ সেপ্টেম্বর ২০১৭বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কোয়াপা এলাকায় একটি স্কুল ধসে ২০ শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে৷ ধ্বংসস্তূপের নিচে ৩০ শিশুসহ ৪২ জন আটকা পড়ে আছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো৷ তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যবশত স্কুল, ভবন ও বাড়ির মধ্যে শিশুসহ অনেক মানুষ জীবন হারিয়েছে৷’’
বিভিন্ন জায়গায় গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স৷ এমন এক সময় এই ভূমিকম্পের ঘটনা ঘটলো যখন দেশটি ১৯৮৫ সালের আরেকটি ভয়াবহ ভূমিকম্পের বার্ষিকী পালন করছিল৷
ভূমিকম্পের পরপরই উদ্ধার কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা৷ মেক্সিকো নৌবাহিনীর মেজর জোসে লুইস ভেরগারা জানিয়েছেন, শত শত সৈন্য, পুলিশ, বেসামরিক স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকারী কুকুর দিয়ে এই উদ্ধার অভিযান সমন্বয়ের কাজ চলছে৷ তবে যোগাযোগব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় তাতে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো৷
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গো এলাকায়৷ কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ৫১ কিলোমিটার গভীরে৷ বিবিসির খবেরে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার পরপরই ভূমিকম্পে সব কিছু কাঁপতে শুরু করলে মানুষ আতঙ্কে রাস্তার বেরিয়ে আসে৷
মোক্সিকো সিটিতে ধসে পড়া একটি ভবনের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন জোয়ান জেসাস গার্সিয়া নামে এক ব্যক্তি৷ তিনি বলেন, ‘আমার স্ত্রী সেখানে আটকা পড়েছে৷ তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না৷’
প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো দুর্গত এলাকায় জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সবার সহযোগিতা চেয়েছেন৷ মেক্সিকো রাজ্যের গভর্নর আলফ্রেড ডেল মাজো মাজা বুধবার সব স্কুলে ছুটি ঘোষণা করেছেন৷ সেই সঙ্গে গণপরিবহনকে নির্দেশ দেয়া হয়েছে, তারা যেন জনসাধারণকে বিনা খরচে বাড়ি পৌঁছে দেয়৷
মেক্সিকোর জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে এরই মধ্যে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্বনেতারা৷ মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার পরিকল্পনার কথা জানালেও এই ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘‘মেক্সিকো সিটির বাসিন্দাদের ওপর সৃষ্টিকর্তা সদয় হোন৷ আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকব৷’’ ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও শোক জানিয়ে টুইট করেছেন৷
ভূমিকম্পনপ্রবণ মেক্সিকোর দক্ষিণে চলতি মাসের শুরুতেই ৮ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৯০ জন প্রাণ হারায়৷
এএম/এসিবি (রয়টার্স, এএফপি, বিবিসি)
মেক্সিকোতে চলতি মাসের শুরুতে আঘাত হানা ভূমিকম্প নিয়ে ছবিঘর...