1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মানুষ নিয়ে পিংপং খেলা বন্ধ করুন'

১৫ মে ২০১৫

সাগরে নতুন জীবন নয়ত মৃত্যুর অপেক্ষায় ৮ হাজার মানুষ৷ রোহিঙ্গা ও বাংলাদেশি মানুষগুলোর মধ্যে শুক্রবার ৭৫৯ জন প্রাণ বাঁচিয়ে ইন্দোনেশিয়া পৌঁছেছেন৷ অসহায় মানুষদের নিয়ে ‘পিংপং খেলা' বন্ধ করার আহ্বান জানিয়েছে এইচআরডাব্লিউ৷

https://p.dw.com/p/1FQ4m
Malaysia Thailand Rohingya Flüchtlinge
ছবি: picture-alliance/dpa/Y. Pruksarak

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অনুমান, এই মুহূর্তে অন্তত ৮ হাজার রোহিঙ্গা ও বাংলাদেশি সাগরের বুকে ভেসে বেড়াচ্ছেন৷ তাঁদের বেশিরভাগই বৌদ্ধপ্রধান দেশ মিয়ানমার ছাড়তে বাধ্য হওয়া রোহিঙ্গা মুসলমান৷ বাকিরা হতদরিদ্র বাংলাদেশি৷ মানবপাচারকারীদের ফাঁদে পা দিয়ে সবাই এখন মহাসংকটে৷ জীবন বাঁচানো দায়৷ শুক্রবার কোনোরকমে ইন্দোনেশিয়ার আচে প্রদেশের লাংসা শহর সংলগ্ন তীরে নৌযান ভিড়িয়ে প্রাণ বাঁচাতে পেরেছেন ৭৫৯ জন মানুষ৷

Asien Malaysia Flüchtlingskrise
অচিরেই নিরাপদ আশ্রয়, চিকিৎসা এবং পর্যাপ্ত খাবার না পেলে ধীরে ধীরে তাঁরাও হয়ত মারা যাবেনছবি: Reuters/Stringer

আচে প্রদেশের পুলিশ জানিয়েছে, ৭১২ জন যাত্রীবাহী একটি নৌযান মালয়েশিয়ায় গিয়েছিল৷ কিন্তু মালয়েশিয়ার নৌ-বাহিনী তাঁদের তাড়িয়ে দেয়৷ তাড়া খেয়ে নৌযানটি ইন্দোনেশিয়ার দিকে অগ্রসর হয়৷ এক পর্যায়ে নৌযানটি ডুবে যাওয়া উপক্রম হয়েছিল৷ তখনই পাশ দিয়ে যাচ্ছিল ইন্দোনেশীয় জেলেদের কয়েকটি নৌকা৷ তাঁদের সহায়তায় যাত্রীবোঝাই নৌযানটি অবশেষে তীরে ভেড়ে৷

শুক্রবার ৪৭ জন যাত্রী নিয়ে আরেকটি নৌকাও ভিড়েছে আচে প্রদেশে৷ প্রাণ বাঁচাতে তাঁরাও ইন্দোনেশীয় জেলেদেরই সহায়তা চেয়েছিলেন৷ জেলেরাই তাঁদের বাঁচিয়েছেন৷

থাইল্যান্ডের কোহ লিপে দ্বীপে বাধা পেয়ে ৩০০ যাত্রীবাহী আরেকটি নৌযান মালয়েশিয়ার দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে৷ নৌযানটি থাইল্যান্ডের জলসীমায় প্রবেশ করছিল৷ থাই নৌ-বাহিনীর সদস্যরা বাধা দেয়৷ কয়েক সপ্তাহ ধরে না খেতে পাওয়া যাত্রীরা তখন কেঁদে কেঁদে আশ্রয় না দিলে অন্তত কিছু খাবার দেয়ার জন্য কাকুতি-মিনতি করে৷ শুকনো খাবার দেয়া হয় তাঁদের৷ নৌকায় করে খবর সংগ্রহ করতে এগিয়ে আসা সাংবাদিকদের যাত্রীরা জানিয়েছেন, ক্ষুধা এবং রোগযন্ত্রণায় তাঁদের মধ্যে ১০ জন ইতিমধ্যে মারা গেছেন৷ তাঁদের শঙ্কা, অচিরেই নিরাপদ আশ্রয়, চিকিৎসা এবং পর্যাপ্ত খাবার না পেলে ধীরে ধীরে বাকিরাও মরবেন৷

এদিকে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সাগরে আটক শত শত রোহিঙ্গা এবং বাংলাদেশির প্রতি থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সরকারের আচরণের কঠোর সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার এই তিন দেশের উদ্দেশ্যে মানবাধিকার সংস্থাটির আহ্বান, ‘‘মানুষ নিয়ে পিংপং খেলা বন্ধ করুন৷'' জাতিসংঘের মহাসচিব বান কি-মুন দেশ তিনটির প্রতি সীমান্ত খোলা রেখে অসহায় মানুষগুলোকে বাঁচাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন৷ যুক্তরাষ্ট্রের আহ্বান, ‘‘সাগরে আটকে পড়া জীবনগুলো বাঁচান৷''

রোহিঙ্গা এবং বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ঘণীভূত সংকট নিরসনের জন্য আঞ্চলিক পর্যায়ে আলোচনার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড৷ আগামী ২৯শে মে সংশ্লিষ্ট দেশগুলোর অংশগ্রহণে একটি সম্মেলন হওয়ার কথা৷ কিন্তু মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের পরিচালক বলেছেন, ‘‘তারা (থাইল্যান্ড) যদি নিজেদের ওপর থেকে চাপ কমানোর জন্য আমাদের আমন্ত্রণ জানিয়ে থাকে, সেই আমন্ত্রণ আমরা গ্রহণ করবো না৷''

এসিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য