ভারতে ভয়ানক খরা, পানির জন্য হাহাকার
গত কয়েক বছর কম বৃষ্টি হওয়ায় আবার ভয়াবহ খরা দেখা দিয়েছে ভারতে৷ খরায় আক্রান্ত প্রায় ৩৩ কোটি মানুষ৷ পানির জন্য গ্রাম ছেড়ে শহরের দিকে ছুটছে মানুষ৷ গবাদি-পশু মরছে তৃষ্ণায়৷
পানির জন্য ঘর ছাড়ছে মানুষ
প্রচণ্ড খরায় বিপর্যয় নেমে এসেছে ভারতের কয়েকটি রাজ্যে৷ অনাবৃষ্টিতে তপ্ত হয়ে উঠেছে প্রকৃতি৷ অনেক গ্রামে পানীয় জলের অভাবে বৃদ্ধ-বৃদ্ধা এবং শিশুদের গ্রামের বাড়িতে রেখে শহরের দিকে ছুটছে প্রাপ্তবয়স্ক কর্মক্ষম মানুষ৷
পানির মহাসংকট
খরায় যে রাজ্যগুলো সবচেয়ে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র তাদের অন্যতম৷ পানি সংকটের কারণে কৃষিকাজেও ক্ষতি হয়েছে ব্যাপক৷ ব্যাংক ঋণ পরিশোধ করতে না পেরে রাজ্যের এক হাজারেরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন৷ পানির অভাবে অনেক গবাদি পশুও মারা গেছে৷ এছাড়া কর্ণাটক রাজ্যের পরিস্থিতিও ভয়াবহ৷ ওপরের ছবিতে তেলেঙ্গানার খরায় আক্রান্ত এক কৃষক৷
দূষিত পানি পান
কোলের শিশুর বুক ফেটে যাচ্ছে তেষ্টায়৷ মা পানি পেয়েছেন৷ কিন্তু সেই পানিতে অনেক ময়লা৷ শাড়ির আঁচলে ময়লা ছেঁকে সন্তানের মুখে ঢালছেন মা৷
কুয়োতেও পানি নেই
কুয়ো থেকে পানি তোলার আপ্রাণ চেষ্টা৷ খরায় পানি নেমে গেছে অনেক নীচে৷
কাদা মেখে একটু আরাম
নদীর পানি গরম৷ তাই কাদা তুলে সেই কাদা গায়ে মেখে শুয়ে আছে ওরা৷
গবাদি পশু বাঁচানো দায়
মানুষই পানি পায় না, গরুর তেষ্টা মেটাবে কে! ওপরের ছবিতে পানির তৃষ্ণায় জ্ঞান হারিয়েছে একটি গরু৷ গরুটির জ্ঞান ফেরানোর চেষ্টা করছে এক কৃষক৷
সুযোগের সদ্ব্যবহার
রাস্তার পাশের পানির পাইপ ফুটো হয়েছে৷ সেই ফুটো দিয়ে বেরিয়ে আসছে পানি৷ পাশের গ্রাম থেকে মেয়েরা ছুটে এসেছে পানি নিতে৷