1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেতন বৃদ্ধির দাবিতে জার্মানির ডাক বিভাগে ধর্মঘট

২০ জানুয়ারি ২০২৩

বৃহস্পতিবার সন্ধ্যায় ডয়চে পোস্টে ধর্মঘটের ডাক দেয় জার্মান ট্রেড ইউনিয়ন ভ্যার্ডি৷ আগামীতে আরো ধর্মঘট হবে বলে সতর্ক করেছে সংগঠনটি৷

https://p.dw.com/p/4MV0r
ছবি: Rolf Vennenbernd/dpa/picture alliance

জার্মানির ডাক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডয়চে পোস্টের সকল চিঠি ও পার্সেল কেন্দ্রের শ্রমিকরা বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে শুক্রবার সারা দিন ওয়াকআউটের ঘোষণা দেয়৷

এক টুইটবার্তায় ফার্ডি জানিয়েছে, “আগামী দিনগুলোতে আরো ধর্মঘট পালন করা হবে৷”

বেতন বৃদ্ধি নিয়ে ইউনিয়ন ও ডয়চে পোস্টের কর্মকর্তাদের মাঝে দ্বিতীয় দফার আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় এই ধর্মঘট ডাকা হয়৷ 

ভ্যার্ডির আলোচক আন্দ্রেয়া কোসিস বলেন, ‘‘কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে তারা মুদ্রাস্ফীতির ক্ষতি পুষিয়ে দিতে প্রস্তুত নয়৷”

নিম্ন বেতনের প্রায় ১ লক্ষ ৬০ হাজার কর্মচারীর ১৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবি করে আসছে ট্রেড ইউনিয়ন৷

কোসিস উল্লেখ করেন, ডয়চে পোস্টে কর্মরত ভ্যার্ডির বেশিরভাগ সদস্যের বেতন কম৷ এ কারণে তারা বর্তমান আর্থিক সংকটে্ কষ্টে আছে৷ গত বছরের জানুয়ারিতে ২ শতাংশ বেতন বৃদ্ধি করা হয় বলে তিনি জানান৷

কোম্পানির তথ্য বলছে, ডয়চে পোস্ট শুধু জার্মানিতেই প্রতিদিন ৪৯ মিলিয়ন চিঠি এবং ৬.৭ মিলিয়ন পার্সেল সরবরাহ করে৷

ডিএইচএল গ্রুপ বিশ্বব্যাপী প্রায় ৫৯০,০০০ কর্মী নিয়োগ করেছে এবং কোম্পানির সিংহ ভাগ উপার্জন জার্মানির বাইরে থেকে আসে৷

একেএ/এসিবি  (ডিপিএ, রয়টার্স)