বেতন বৃদ্ধির দাবিতে জার্মানির ডাক বিভাগে ধর্মঘট
২০ জানুয়ারি ২০২৩জার্মানির ডাক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডয়চে পোস্টের সকল চিঠি ও পার্সেল কেন্দ্রের শ্রমিকরা বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে শুক্রবার সারা দিন ওয়াকআউটের ঘোষণা দেয়৷
এক টুইটবার্তায় ফার্ডি জানিয়েছে, “আগামী দিনগুলোতে আরো ধর্মঘট পালন করা হবে৷”
বেতন বৃদ্ধি নিয়ে ইউনিয়ন ও ডয়চে পোস্টের কর্মকর্তাদের মাঝে দ্বিতীয় দফার আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় এই ধর্মঘট ডাকা হয়৷
ভ্যার্ডির আলোচক আন্দ্রেয়া কোসিস বলেন, ‘‘কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে তারা মুদ্রাস্ফীতির ক্ষতি পুষিয়ে দিতে প্রস্তুত নয়৷”
নিম্ন বেতনের প্রায় ১ লক্ষ ৬০ হাজার কর্মচারীর ১৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবি করে আসছে ট্রেড ইউনিয়ন৷
কোসিস উল্লেখ করেন, ডয়চে পোস্টে কর্মরত ভ্যার্ডির বেশিরভাগ সদস্যের বেতন কম৷ এ কারণে তারা বর্তমান আর্থিক সংকটে্ কষ্টে আছে৷ গত বছরের জানুয়ারিতে ২ শতাংশ বেতন বৃদ্ধি করা হয় বলে তিনি জানান৷
কোম্পানির তথ্য বলছে, ডয়চে পোস্ট শুধু জার্মানিতেই প্রতিদিন ৪৯ মিলিয়ন চিঠি এবং ৬.৭ মিলিয়ন পার্সেল সরবরাহ করে৷
ডিএইচএল গ্রুপ বিশ্বব্যাপী প্রায় ৫৯০,০০০ কর্মী নিয়োগ করেছে এবং কোম্পানির সিংহ ভাগ উপার্জন জার্মানির বাইরে থেকে আসে৷
একেএ/এসিবি (ডিপিএ, রয়টার্স)