বুন্ডেসলিগার ব্যর্থতা কাটানোর সুযোগ পাচ্ছে শালকে
১৪ সেপ্টেম্বর ২০১০ইউরোপের ক্লাব ফুটবল জগতে জাতীয় লিগের পাশাপাশি ইউরোপীয় স্তরে খেলার সুযোগ থাকায় এক মাঠের ব্যর্থতা অন্য মাঠে কাটিয়ে তোলার সুযোগ পাওয়া যায়৷ যেমন জার্মান বুন্ডেসলিগায় শালকের অবস্থা করুণ৷ প্রথম ৩টি ম্যাচেই দল হেরে বসে আছে৷ ফলে মনোবল খুব একটা জোরালো নয়৷ তার উপর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলতে পারছেন না৷ ফলে ২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ফিরে এসেও কি শালকে সুযোগের সদ্ব্যবহার করতে পারবে? কোচ ফেলিক্স মাগাট এই ম্যাচেই দলকে আবার সাফল্যের দিকে চালিত করতে বদ্ধপরিকর৷ দলের ৩ নতুন খেলোয়াড় – হুন্টেলার, জুরাদো ও প্লেস্টান বাকিদের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারলেই সাফল্য আসবে বলে মনে করছেন মাগাট৷ তার উপর গোলকিপার মানুয়েল নয়ার জার্মান জাতীয় দলে খেলে আসছেন৷ তিনিও জয় সম্পর্কে আশাবাদী৷
ভ্যার্ডার ব্রেমেন ক্লাবও মঙ্গলবারের ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে৷ প্রতিপক্ষ টটেনহ্যাম ২ বার ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হয়েছে৷ তবে এই ম্যাচে লুকা মদ্রিচ চোটের কারণে খেলতে পারবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে৷ ভ্যার্ডার তার রণকৌশলের ধারাবাহিকতা বদলাতে চায় না৷ কোচ টোমাস শাফ এই দল নিয়েই গত সপ্তাহান্তে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ম্যাচে গোলশূণ্য ড্র করিয়েছিলেন৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম