বিলুপ্তপ্রায় পাখি মারায় দু'জনকে পিটুনি
১২ আগস্ট ২০১৯টিটিসে-নয়স্টাড্ট শহরের পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে এক পার্টি থেকে বাসায় ফেরার পথে দুই জার্মান একটি বিরল কাপুকেইলি পাখিকে বোতল দিয়ে পিটিয়ে মারেন৷
অভিযুক্ত দুই ব্যক্তির একজনের বয়স ২০ বছর, অন্যজনের ২২৷ দু'জনই মাতাল ছিলেন বলে জানিয়েছে পুলিশ৷ তবে অভিযুক্তরা পুলিশকে জানিয়েছেন, পাখিটিই আগে তাদের আক্রমণ করে, এবং তারা নিজেদের আত্মরক্ষা করছিলেন৷
প্রত্যক্ষদর্শীরা অবশ্য ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তিদের আক্রমণ করে বসেন৷ অভিযুক্ত পাখি হত্যাকারীদের মারধর করে তাদের ওপর বিয়ার ঢেলে দেয় এবং পুলিশ আসার আগ পর্যন্ত তাদের আটকে রাখে৷
পাখি হত্যাকারীদের আটক করার পাশাপাশি তাদের ওপর হামলাকারীদের ব্যাপারেও তদন্ত করছে পুলিশ৷
কাপুকেইলি শুধু জার্মানি নয়, ইউরোপ জুড়েই বিলুপ্ত হওয়ার হুমকিতে রয়েছে৷ পাহাড়ি এলাকায় প্রায়ই মানুষের বাসস্থানের আশেপাশে চলে আসে এরা৷ জার্মানির দক্ষিণে ব্ল্যাক ফরেস্ট এলাকায় কাপুকেইলির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা হিসেবে একটি বিশেষ অ্যাকশন প্ল্যান কার্যকর করেছে সরকার৷
এডিকে/ডিজি (ডিপিএ, এএফপি)