বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান স্পিকারের
২২ মে ২০১১আজ বিকেল ৪টায় বসবে সংসদের অধিবেশন৷ আর ৯ই জুন বাজেট পেশ হবে সংসদে৷ ৩০শে জুন বাজেট পাশ হওয়ার কথা৷ বাজেট পাশের পরও মধ্য জুলাই পর্যন্ত এই অধিবেশন চলবে৷ সংবিধানের সংশোধনী প্রতিবেদন এবং বিল উত্থাপন হতে পারে এই অধিবেশনে৷ স্পিকার আব্দুল হামিদ মনে করেন সংবিধান সংশোধনে বিরোধী দলের মতামত দেয়া উচিত৷ আর সে সুযোগ এখনো তাদের রয়েছে৷
তিনি রাজনৈতিক দলগুলোকে এক এগারোর (১/১১) কথা মনে করিয়ে দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার সুযোগেই তৃতীয় শক্তি অনুপ্রবেশের সুযোগ পায়৷
স্পিকার মনে করেন, সকল বিরোধিতার পরও রাজনৈতিক দলগুলোর মধ্য দূরত্ব কমিয়ে আনা উচিত৷ যা যৌক্তিক তা মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে সবার মধ্যে৷ নয়তো সাধারণ মানুষই রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করতে পারে৷
অন্যদিকে, চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেছেন, বিরোধী দল সংসদে না এলেও সংবিধানের সংশোধনী পাসে কোন সমস্যা নেই৷ অতীতে বিরোধী দল ছাড়া অনেক সংশোধনী পাস হয়েছে৷
এদিকে, সংসদের এই অধিবেশনের শুরুর দিকেই সংসদে যোগ দিতে না পারলে সদস্যপদ হারাবেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী৷৷ নিয়ম অনুযায়ী, কেউ টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্য পদ বাতিল হয়ে যায়৷ কিন্তু চৌধুরী টানা ৮৩ কার্য দিবস সংসদে অনুপস্থিত আছেন৷ যুদ্ধাপরাধের মামলায় তিনি কারাগারে থাকায় তাই তাঁকে প্যারোলে মুক্তি দেয়ার আবেদন জানিয়েছে তাঁর পরিবার৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই