বিদ্যুৎ চালিত গাড়ি বাঁচাবে হাজারো প্রাণ?
৯ জানুয়ারি ২০১৯বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহার খুব দ্রুত বাড়ছে৷ একটি বিদ্যুৎচালিত গাড়ির ভিডিও বিশ্বের অসংখ্য মানুষের নজর কেড়েছে৷
বিদ্যুৎ দিয়ে গাড়ি চালানোর ইতিহাস নতুন নয়৷ সাধারণ জ্বালানির বিকল্প হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যুতের ব্যবহার হচ্ছে দীর্ঘদিন ধরেই৷ বিশ্বের বিদ্যুৎ চালিত গাড়ির অর্ধেকই বিক্রি হয় চীনে৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১২ সালে বায়ুদূষণজনিত কারণে চীনে দশ লাখেরও বেশি মানুষ মারা গেছে৷ বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহারের মাধ্যমে এ প্রাণহানি ঠেকাতে চায় চীন৷
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fworldeconomicforum%2Fvideos%2F943812112496286%2F&show_text=0&width=476" width="476" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক পরিসংখ্যান বলছে ২০২৫ সালের মধ্যে দেশটিতে প্রতি পাঁচটি গাড়ির একটি হবে বিদ্যুৎচালিত৷ এই সংস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ ভিডিওতে বলা হয়েছে, বিদ্যুৎচালিত গাড়ি ব্যবহারে ইউরোপের দেশগুলোও চীনের চেয়ে অনেক পিছিয়ে৷ ইউরোপে প্রতি ৭টি গাড়ির একটি বিদ্যুৎচালিত আর যুক্তরাষ্ট্রের প্রতি ১০টি গাড়ির একটি বিদ্যুৎ চালিত৷
সম্প্রতি চীনের কিছু শহরে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি চালানোর উপর কিছু বিধি-নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ৷ বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার বাড়াতে এ ধরনের গাড়ি নির্মাতাদের বিশেষ প্রণোদনা দেয় চীন সরকার৷ তবে বিশ্বব্যাপী বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার বাড়ছে৷ পরিসংখ্যান বলছে ২০৩০ সাল নাগাদ সারা বিশ্বে বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা হবে প্রায় ৩০ মিলিয়ন৷ তবে মজার বিষয় হচ্ছে,এ সময়ের মধ্যে চীনের মোট যানবাহনের তিন ভাগের দুই ভাগই হবে বিদ্যুৎচালিত৷ আশা করা হচ্ছে বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার দেশটির বায়ুদূষন কমিয়ে আনবে, যা প্রাণহানি ঠেকাতে সহায়ক হবে৷
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এ ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে তিন লাখেরও বেশি বার৷
আরআর/এসিবি