বায়ার্ন কোচের গন্তব্য কোথায়?
২ মে ২০১৩কিন্তু সফল এই কোচ আগামী মৌসুম থেকে আর বায়ার্নে থাকছেন না৷ কারণ ইতিমধ্যে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বার্সেলোনার সাবেক তারকা কোচ পেপ গুয়ার্দিওলাকে৷
গত জানুয়ারিতে বায়ার্ন যে সংবাদ বিজ্ঞপ্তিতে গুয়ার্দিওয়ালার নিয়োগের খবর জানায় তাতেই বলা হয়েছিল যে হাইঙ্কেস অবসরে যাচ্ছেন৷
বায়ার্নের এই সিদ্ধান্তে অবশ্য বিরক্ত প্রকাশ করেন হাইঙ্কেস স্বয়ং৷ কেননা যেভাবে তাঁকে জোর করে অবসরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বায়ার্ন, সেটা তাঁর পছন্দ হয়নি৷ ‘‘এটা (অবসরে যাওয়া) এমন এক সিদ্ধান্ত যেটা আমি নিজে ঘোষণা করবো এবং এজন্য আরও কয়েক মাস সময় রয়েছে,'' সেসময় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন হাইঙ্কেস৷
বায়ার্ন তাঁকে সুপারভাইজরি বোর্ডে রাখার প্রস্তাব দিয়েছে৷ কিন্তু হাইঙ্কেস জানিয়ে দিয়েছেন ওটা তাঁর জায়গা নয়৷
সেই হাইঙ্কেসকে ঘিরে এখন অনেক গুজব শোনা যাচ্ছে৷ শালকে, অ্যাথলেটিক বিলবাও, রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা বিভিন্ন ক্লাবে তিনি যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে৷
এর আগে রেয়ালের সঙ্গে ১৯৯৮ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন তিনি৷ আর বায়ার্নকে জিতেয়েছেন তিনটি লিগ শিরোপা৷ যার প্রথম দুটি এসেছিল ১৯৮৯ ও ৯০ সালে৷
জার্মানির হয়ে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশীপ জেতা হাইঙ্কেস খেলোয়াড় আর কোচ হিসেবে প্রায় দেড় হাজার ম্যাচের সঙ্গে যুক্ত ছিলেন৷ এর মধ্যে বুন্ডেসলিগার হয়েছে রয়েছে এক হাজারেরও বেশি ম্যাচ৷
খেলোয়াড় হিসেবে গত শতকের সত্তরের দশকে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখের হয়ে চারবার লিগ শিরোপা জেতেন তিনি৷ বুন্ডেসলিগায় তিনি ২২০টি গোল করেছেন, যেটা এখনো পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ৷