বাল্যবিবাহ রোধে নতুন আইন?
১২ নভেম্বর ২০১৬জার্মান আইন অনুযায়ী, বিয়ের সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ বছর৷ তবে কেউ চাইলে পারিবারিক আদালতের অনুমতি নিয়ে ১৬ বছর বয়সেও বিয়ে করতে পারেন৷ সেক্ষেত্রে তার সঙ্গীর বয়স কমপক্ষে আটারো বা তার বেশি হতে হবে৷ তবে বিষয়টি সম্প্রতি একটু জটিল হয়ে গেছে কেননা নতুন কিছু বিদেশি দম্পতি জার্মানিতে এসেছেন, যাদের বিয়ে হয়েছে অন্য কোনো দেশে৷ জার্মান আইন অনুযায়ী, অন্য কোনো দেশে বিয়ে হয়ে থাকলে তা জার্মানিতে বৈধ হিসেবে গ্রহণ করা হবে এবং এসবক্ষেত্রে যে দেশে বিয়ে হয়েছে সেই দেশে বিয়ের সর্বনিন্ম বয়স প্রযোজ্য হবে৷
জার্মানির ‘‘পাসাওয়ার নয়ে প্রেসে'' পত্রিকায় শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিচারমন্ত্রী হাইকো মাস এখন বাল্যবিবাহের আইন আরো কঠোর করার কথা ভাবছেন৷ তিনি চান, ১৬ বছর বয়সের নীচে যেকারো বিয়ে পুরোপুরি নিষিদ্ধ করা হোক এবং এক্ষেত্রে কোনো ধরনের ব্যতিক্রম রাখা যাবে না৷ সেক্ষেত্রে অন্য দেশে সম্পাদিত বাল্যবিবাহ জার্মানিতে কোনোভাবেই বৈধতা পাবে না৷
মাস বলেন, ‘‘১৬ বছরের কম বয়সি মেয়েদের বিয়ে আমাদের রাষ্ট্রের কোনোভাবেই অনুমোদন দেয়া উচিত নয়৷ আর নীতিগতভাবে ১৬ বছর বয়সিদের সঙ্গে আঠারো বছর বয়সিদের বিয়েরও স্বীকৃতি দেয়া উচিত নয়৷''
হাইকো মাস মনে করেন, কেউ জার্মানিতে আসলে তাঁর জার্মানির আইন মনে নেয়া উচিত এবং এটাই ইন্টিগ্রেশনের প্রথম ধাপ৷
উল্লেখ্য, গতবছর শরণার্থী সংকট শুরুর পর জার্মানিতে বাল্যবিবাহের বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে৷ সরকারি নথিতে দেখা যাচ্ছে, ১,৪৭৫ অভিবাসী শিশু কার্যত ‘‘বিবাহিত''৷ এদের ম্যধে সর্বোচ্চ ৬৬৪ জন সিরিয়া থেকে এসেছেন৷ এছাড়া বুলগেরিয়া, পোল্যান্ড এবং গ্রিসের মতো দেশ থেকে আসা অভিবাসী ‘‘বিবাহিত'' শিশুও রয়েছে৷
আপনার কি মনে হয়, অভিবাসীদের কারণে জার্মান সমাজে নানারকম সমস্যা দেখা যাচ্ছে? লিখুন মন্তব্যের ঘরে৷
কেট ব্রাডি/এআ