1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লুস্কোনির কাছে উইকিলিক্স’ও পরাজিত

১৮ ডিসেম্বর ২০১০

২০১০ সালে উইকিলিক্স দেখাল হাটে হাঁড়ি ভাঙা কা’কে বলে৷ ইন্টারনেট যুগে রাজনীতিকদের যে কতোটা সাবধানে বাস করতে হয়, সেটা বোঝা গেল উইকিলিক্স থেকে৷ এক ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি বাদে৷

https://p.dw.com/p/QfVM
ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি: সবসময় আলোচনায়ছবি: picture-alliance/dpa

এই তো দু'দিন আগের কথা৷ এবারকার আস্থা ভোটে বার্লুস্কোনি যাবেন বলেই অনেকে ধরে নিয়েছিলেন৷ কিন্তু বার্লুস্কোনি রইলেন, মাত্র তিন ভোটের ব্যবধানে৷ আর উইকিলিক্স যে তাঁর সম্বন্ধে নতুন কিছু ফাঁস করবে, তারও উপায় নেই৷ কেননা সব কিছু আগে থেকেই ফাঁস হয়ে বসে আছে৷

অষ্টাদশী

২০০৯ সালে বার্লুস্কোনিকে দেখা গিয়েছিল এক আঠেরো বছরের তরুণীর জন্মদিনে৷ তাঁর এক বন্ধুর মেয়ে৷ ঠিক সেদিনই নাকি সে আঠেরো বছরে পা দিল৷ বার্লুস্কোনি তাকে একটি সোনার হার উপহার দিয়েছিলেন৷ যাই হোক, সেই কেলেঙ্কারিতে বার্লুস্কোনি'র স্ত্রী তাঁকে বিচ্ছেদের নোটিশ দেন৷- তাতেও শেষ নয়৷ এর পরে এক ‘এস্কর্ট গার্ল' ফলাও করে প্রচার করে বার্লুস্কোনির সঙ্গে তার সম্পর্কের কথা৷ সে নাকি ছিল বার্লুস্কোনির এক বিজনেসম্যান বন্ধুর বার্লুস্কোনির প্রতি ‘উপহার'৷

Noemi Letizia
সেই অষ্টাদশীছবি: AP

বুঙ্গা-বুঙ্গা

বাঁচা গেল, যারা ভাবছিলেন, তাদের ভুল৷ কেননা গত অক্টোবর মাসে ৭৪ বছর বয়সের বার্লুস্কোনির ব্যক্তিগত জীবন নিয়ে আবার হৈ-চৈ৷ এবার নায়িকা মরোক্কোর এক গো-গো নর্তকী, মঞ্চের নাম রুবি রুবাকুয়োরি অর্থাৎ ‘হৃদয়-চুরি-করা রুবি'৷ আসল নাম করিমা এল মাহরুগ৷ এ'বছরের গোড়ায় সে যখন বার্লুস্কোনির প্রখ্যাত কি কুখ্যাত পার্টিগুলোতে যেতো, তখন তার বয়স ছিল নাকি সতেরো৷ এবং সেই সব পার্টিগুলোতে নাকি এক ধরণের যৌনরসাত্মক খেলা হতো, যার নাম ‘বুঙ্গা-বুঙ্গা'৷

এ'খবর ফাঁস হয় অক্টোবরে, এবং বার্লুস্কোনি বলেন, সব নির্জ্জলা মিথ্যে৷ মুশকিল এই যে, তার আগে মে মাসে ঐ করিমাই চুরির দায়ে পুলিশ হেফাজতে থাকাকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন আসে: ‘ও'কে ছেড়ে দিন৷ উনি মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের ভাগ্নী না ভাইঝি৷' এ'সব শুনে বিরোধী রাজনীতিকরা যখন কি লজ্জা, কি লজ্জা করছেন, তখন বার্লুস্কোনির মন্তব্য: ‘‘সুন্দরী মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়াটা সমকামী হওয়ার থেকে ভালো৷'' ফলে সেই মন্তব্য নিয়ে আবার কেলেঙ্কারী, ইত্যাদি৷

তাই বলছিলাম, উইকিলিক্স বার্লুস্কোনির আর কি ফাঁস করবে?

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক