বার্লিনে খুললো কম্পিউটার গেমসের জাদুঘর
২৯ জানুয়ারি ২০১১হাতের কাছে যে কম্পিউটারটি রয়েছে তাতে কি গেম আছে? মানে কম্পিউটারে খেলা যায় এমন খেলা! জানি অনেকেই বলবেন কম্পিউটার আছে, আর গেম থাকবে না তা কি হতে পারে? প্রতিদিন কত শত মানুষ তাদের মূল্যবান সময় ব্যয় করছেন এই গেম খেলে৷ কেবল কি একা একা খেলা! এখন কম্পিউটার গেমসের বিশ্ব প্রতিযোগিতাও হচ্ছে ফি বছর৷ নানা দেশ থেকে হাজার হাজার খেলোয়াড়রা আসছেন, অংশ নিচ্ছেন জটিল সব খেলায়৷ তারপর জিতে নিচ্ছেন মুকুট৷ যারা কম্পিউটার গেমস ভালোবাসেন, এবার তাদের জন্য এই জাদুঘরের যাত্রা শুরু হলো খোদ জার্মানির রাজধানী বার্লিনে৷ ১৪ হাজার গেম সাজানো আছে সেখানে থরে থরে৷ আছে গেমস এর সঙ্গে সম্পর্কযুক্ত আরও হাজারো জিনিস৷
১৯৯০ সালের শেষ দিকে প্রথমে চালু হয়েছিল এই জাদুঘর৷ কিন্তু পরে অজ্ঞাত কারণে তা বন্ধ করে দেন এর উদ্যোক্তরা৷ এবার নতুন কলেবরে খুললো সেটি৷ এই অনুষ্ঠানে সমবেত হয়েছিল কম্পিউটার খেলার হাজারো ভক্ত৷ তবে এদের বেশিরভাগই শিশু৷ শিশুরা নাকি এই খেলা খুবই পছন্দ করে! বুড়োরাও কম যান না৷ তারাও এসেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে৷
সেই ১৯৭১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত যতো কম্পিউটার গেমস বাজারে এসেছে সেগুলোর সকল সফটওয়্যার রাখা হয়েছে এখানে৷ তাছাড়া কারা এই গেমস তৈরি করেছে, কতদিন লেগেছে এটি তৈরি করতে, এর পোস্টার – সব কিছুই শোভা পাচ্ছে এই জাদুঘরে৷ আগেই বলেছি, এখানে আছে পুরানো অনেক গেম৷ অবশ্য এই সব গেমসের অনেক আপডেট হলেও অনেকেই আছেন, যারা বেশ পছন্দ করেন প্রথম দিকের সংস্করণটিই খেলতে৷ এদের এক জন অলিভার৷ তিনি জানালেন, সেই ১৯৭২ সালে বাজারে এসেছিল ‘পং' নামের একটি কম্পিউটার গেম৷ এটি খেলে দারুণ মজা পেতাম৷ এই এতো বয়সেও সেই প্রথম সংস্করণটি খুঁজে পাওয়া গেল এই জাদুঘরে৷ বেশ লেগেছে খেলতে৷ এর মানে এই যে কেবল খেলা দেখা নয়, খেলারও সুযোগ রয়েছে সেখানে৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: সঞ্জীব বর্মন