1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত

৩০ আগস্ট ২০১২

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ন্যাম শীর্ষ সম্মেলন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নিতে ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন৷ কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে ন্যামের এই সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ?

https://p.dw.com/p/15zSZ
Bangladesh Prime Minister Sheikh Hasina, right, escorts Indian Prime Minister Manmohan Singh left, after receiving him at the airport in Dhaka, Bangladesh, Tuesday, Sept. 6, 2011. Singh began a visit to Bangladesh on Tuesday aimed at warming often prickly ties between the two South Asian neighbors. (AP Photo/ Pavel Rahman)
ছবি: AP

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, কূটনৈতিক দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের জন্য ন্যাম সম্মেলনটা বেশ গুরুত্বপূর্ণ৷ কেননা বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের সদস্য এবং বিশ্ব রাজনীতিতে এই উন্নয়নশীল বিশ্ব যে সংগঠনের মাধ্যমে তাদের মতামত তুলে ধরে তার মধ্যে ন্যাম অন্যতম৷

এছাড়া সম্মেলনের ফাঁকে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনার সুযোগ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ যেমন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ প্রতিবেশী এই দুই নেতার মধ্যে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে৷

MMT Interview - MP3-Mono

অধ্যাপক হোসেন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কে যে গতিশীলতা এসেছিল হঠাৎ করেই সেটা ধীর হয়ে গেছে৷ এই বৈঠকের মাধ্যমে সম্পর্কটা একটু ঝালিয়ে নেয়া যাবে৷

তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে একটা বিশেষ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশের পক্ষ থেকে যতটা ছাড় দেয়া হয়েছে ভারত ততটা করেনি৷ ফলে সম্পর্কে স্থবিরতা এসেছে৷

অধ্যাপক হোসেন বলেন, ট্রানজিট প্রসঙ্গে অতীতে দুই দেশের আর্থিক লাভের যেসব কথাবার্তা শোনা যাচ্ছিল এখন সেখানেও ভারত অনেকটা রক্ষণশীল মনোভাব দেখাচ্ছে৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য