1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে অনলাইনে কেনাকাটা

২৯ ডিসেম্বর ২০১৩

বাংলাদেশে ইন্টারনেটে কেনাকাটা এখন অনেক সহজ হয়ে গেছে বলে মনে করেন মাহমুদুল হাসান সোহাগ৷ রকমারি ডটকমের এই প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর ওয়েবসাইটে শীঘ্রই যোগ করবেন আরো অনেক পণ্য৷

https://p.dw.com/p/1Ahrj
Screenshot rokomari.com

বাংলাদেশে অনলাইনভিত্তিক কেনাকাটা সহজ নয় – এমন একটা ধারণা আছে অনেকের মাঝে৷ বিশেষ করে অনলাইনে পণ্য কেনার পর বিল পরিশোধ করাটা এতকাল জটিলই ছিল মনে করা হতো৷ কিন্তু রকমারি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সোহাগ জানালেন ভিন্ন কথা৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘বাংলাদেশে আমাদের নীতি হচ্ছে ‘ক্যাশ অন ডেলিভারি৷' সম্প্রতি আমরা কার্ডও চালু করেছি৷ তবে ‘ক্যাশ অন ডেলিভারি' প্রক্রিয়াটি সবচেয়ে সোজা৷ কারণ এক্ষেত্রে একজন মানুষ পণ্য হাতে পেয়ে এবং গুণাগুণ যাচাই করে টাকা দিচ্ছে৷''

সোহাগ মনে করেন, ‘‘ইউরোপ, অ্যামেরিকায় একজন মানুষ অনলাইন কেনাকাটায় যত সুবিধা পাচ্ছে, তারচেয়ে বেশি সুবিধা বাংলাদেশের মানুষ পাচ্ছে৷ আর কার্ডের মাধ্যমে পে করার ব্যাপারটিও এখন অনেক সহজ হয়ে গেছে৷''

রকমারি ডটকমে এই মুহূর্তে শুধু বই বিক্রি হচ্ছে৷ ফলে প্রশ্ন জাগে, শুধু বই বিক্রি করা একটা ওয়েবসাইটের নাম রকমারি হওয়াটা কতটা মানানসই? সোহাগ স্বীকার করেন, নামটা হয়ত এই মুহূর্তে ব্যাপক অর্থ বহন করছে না৷ তবে রকমারি ডটকমে এখন রকমারি বই পাওয়া যাচ্ছে৷ আর জানুয়ারি মাস থেকে পাওয়া যাবে রকমারি পণ্যও৷ অনেকটা অ্যামাজন ডটকমের আদলে শুরুটা করেছেন সোহাগরা৷ প্রথমে বই বিক্রি, তারপর অন্যান্য পণ্য৷

[No title]

শুধু বাংলাদেশ নয়, বিদেশে বসবাসরত বাঙালিরাও কেনাকাটা করতে পারবেন রকমারি ডটকমে৷ সোহাগের স্বপ্নও বড়৷ তিনি চান, বাংলাদেশের বাইরেও তাঁর ওয়েবসাইটটি জনপ্রিয় করতে৷ যাতে গোটা বিশ্বে বসবাসরত বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি বিদেশিরাও তাঁর সাইটের সুফল নিতে পারে৷

অনলাইন কেনাকাটা নিয়ে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতিতে সন্তুষ্ট রকমারি ডটকমের নির্বাহী কর্মকর্তা৷ তাঁর আশা, অনলাইন কেনাকাটা বা ই-কমার্সের ধারাকে বাংলাদেশে আরো জনপ্রিয় করে তুলতে সহায়তা করবে সরকার৷ কেননা, সাধারণ মানুষের মধ্যে অনলাইনে কেনাকাটার ধারণাটা এখনো পরিষ্কার নয়৷ তাই এক্ষেত্রে সরকারের কাজ করার সুযোগ রয়েছে৷ আর রাজনৈতিক সংকট দূর হলে ব্যবসা-বাণিজ্যও ভালো হবে, মনে করেন সোহাগ৷

সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য