বলিউডের রাজকীয় বিয়ে
বলিউডে বিয়ের বাতাস বইছে৷ একে একে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রিয়াঙ্কা চোপড়া-নিকি জোনাস, দীপিকা-রণবীর, আনুষ্কা-বিরাট৷ বলিউডের রাজকীয় বিয়ের তালিকায় আর কারা আছেন দেখুন?
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
রাজস্থানের চৌথ কি বারওয়ারা ফোর্টে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ে সম্পন্ন হয় ৯ ডিসেম্বর৷ জন্মসূত্রে মুসলিম হলেও ক্যাটরিনা বিয়ে করেছেন পাঞ্জাবী মতে৷
প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস
ভারতের যোধপুরের উমেদ ভবনে ডিসেম্বরের ২ তারিখ থেকে তিনদিনব্যাপী চলে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউড তারকা নিক জোনাসের বিয়ের অনুষ্ঠান৷
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং
ইটালির লেক কোমোয় বুধবার কঙ্কনি রীতি মেনে বিয়ে করলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং৷ ক্যামেরার ঝলকানি রুখতে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছিলেন পাত্র-পাত্রী৷ নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেকেই৷
রূপকথার রাজকন্যে
বুধবার সকাল থেকেই সাজো সাজো রব৷ পাত্রীর পছন্দের সাদা লিলি দিয়ে সাজানো হয়েছিল বিবাহবাসর৷ ১২ জন ফ্লোরিস্ট ছিলেন এই সাজসজ্জার তত্ত্বাবধানে৷
সোনম কাপুর
মুম্বইতে যখন দিল্লির আনন্দ আহুজাকে সোনম বিয়ে করেন তখন সেখানে উপস্থিত ছিল গোটা বলিউড৷ সোনম মেহেন্দি ও বিয়ের জন্য ডিজাইনার অনামিকার তৈরি পোশাক পরেছিলেন৷ এমনিতে ‘ফ্যাশনিস্টা’ সোনম বরাবরই সাজগোজে মিডিয়াকে তাঁর ওপর থেকে চোখ সরানোর অনুমতি দেয়নি৷ এবার তাঁরই বিয়ে! চোখ সরানোর উপায় আছে? জানা গেল, দু’বছর আগেই নাকি সোনমের বিয়ের লেহেঙ্গার অর্ডার দেওয়া হয়েছিল৷
আনুশকা শর্মা
আনুশকা ইটালিতে গিয়ে চুপিচুপি বিয়ে সারবেন, এমনটাই কথা ছিল৷ কিন্তু বিয়ের মুহূর্তের সেই রাজকীয় আড়ম্বর সারা বিশ্ব দেখতে পেয়েছে৷ বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর শো-রুম থেকে আনুশকার বিয়ের পোশাক গিয়েছিল৷ এবং ভোজসভায় বিরাটের শেরওয়ানিও তিনিই ডিজাইন করেছিলেন৷
বিপাশা বসু
বিপাশার সঙ্গে করণ সিং গ্রোভারের বিয়েও খবরের শিরোনামে ছিল৷ এটা করণের তৃতীয় বিয়ে৷ এই বিবাহের সাজসজ্জার দায়িত্বও ছিল জিজাইনার সব্যসাচীর কাঁধে৷ বিপাশা এবং সব্যসাচী দু’জনেই বাংলার সন্তান, তাই ডিজাইনার সব্যসাচীর পক্ষে বিপাশাকে ঐতিহ্যশালী রূপে সাজাতে খুব অসুবিধা হয়নি৷ লাল বেনারসি, চন্দনের ফোঁটা এবং হাতে পান নিয়ে বঙ্গতনয়া বিপাশার রূপ সাবেক বাঙালি বিয়েকে মনে করিয়ে দিয়েছিল৷
শিল্পা শেঠি
শিল্পা আর রাজ কুন্দ্রার বিয়ের যাবতীয় সাজগোজের দায়িত্ব ছিল ডিজাইনার তরুন তেহলিনির৷ বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিবাহের দম্পতির মধ্যে এটি অন্যতম৷ শিল্পার শাড়ি, যা সোয়ার্ভস্কি স্ফটিকের সাথে জড়িত, এখনও বলিউডের সেরা বিয়ের শাড়ি বলে গণ্য করা হয়৷ ২০০৯ সালে এই শাড়িটির দাম ছিল ৫০ লাখ টাকা৷ বিয়েতে শিল্পা কুন্দন গয়নার সেট পরেছিলেন এবং তার পর থেকে এটাই একটা নতুন রীতি বলে চালু হলো৷
করিনা কাপুর
নবাব পরিবারের রীতি মেনে শর্মিলা ঠাকুর তাঁর নিজের বিয়ের পোশাকটি উপহার দিয়েছিলেন করিনাকে৷ দিল্লির প্রখ্যাত ডিজাইনার রীতু কুমার এটিকে করিনার জন্য দ্বিতীয়বার ফিট করেছেন৷ করিনা অবশ্য তার প্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার পোশাকও পরেছিলেন৷
ঐশ্বর্য রাই
ঐশ্বর্য যখন অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন, তখন মিডিয়ার ক্যামেরা কিছুটা সম্ভাব্য মুহূর্তে ক্যাপচার করতে চেয়েছিল৷ ২০০৭ সালে সোশ্যাল মিডিয়ার এমন রমরমা ছিল না৷ তবে, নায়িকা ডিজাইনার নীতা লুলার ডিজাইনে সজ্জিত একটি হলুদ ও সোনালি রঙের শাড়ি পরেন৷ তিনি উপহারে ১৫ কেজি সোনা আর হীরের গয়না পেয়েছিলেন, যা তিনি বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে পরেছিলেন৷