1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডের চমক

২৯ মার্চ ২০১২

অ্যামেরিকার লস এঞ্জেলেস'এর বিখ্যাত পায়ে চলার পথ ‘ওয়াক অব ফেম'-এর কথা তো সবারই জানা৷ ভুবনখ্যাত তারকাদের নাম এবং তাঁদের সম্মানে একটি করে তারা গাঁথা আছে সেই পথে৷ আর সেটা দেখতেই দুনিয়ার ভক্তরা জড়ো হয় পথের দু'ধারে৷

https://p.dw.com/p/14Ubi
Hollywood Walk of Fameছবি: dapd

হলিউডের ‘ওয়াক অব ফেম'-এর অনুকরণে বলিউডেও এবার চালু হলো ‘ওয়াক অব স্টারস'৷ ভারতীয় সিনেমার খ্যাতিমান তারকারা এবার হাঁটবেন সেই পথে৷ যার দু'ধারে রয়েছে তাঁদেরই হাতের ছাপ ও হাতের সই বা স্বাক্ষর৷ এছাড়া, জনপ্রিয় তারকাদের প্রমাণ সাইজের কিছু ভাস্কর্যও রাখা আছে এই রাস্তার পাশে৷

বুধবার একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে এই ‘ওয়াক অব স্টারস'-এর৷ এটি মুম্বই'এর বান্দ্রা এলাকায় সাগর পাড়ে অবস্থিত৷ ভারতীয় টিভি চ্যানেল ‘ইউটিভি স্টারস' সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করে৷

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মান জানানো হয় বলিউডের ‘কাপুর' পরিবারকে৷ ভারতীয় সিনেমার ইতিহাসে চিরস্মরণীয় নায়ক রাজ কাপুরের একটি ভাস্কর্যও উন্মুক্ত করা হয় অনুষ্ঠানে৷ যাতে, একটি বেঞ্চে হাসি মুখে বসে আছেন রাজ কাপুর৷ ভাস্কর্যটির পর্দা উন্মোচন করেন রাজ কাপুরের নাতনি, কারিনা কাপুর৷

এই অনুষ্ঠান আয়োজন করার মধ্য দিয়ে ভক্তরা আরো বেশি করে তারকাদের কাছাকাছি আসতে পারবেন বলে মনে করছেন কারিনা কাপুর৷

Kareena Kapour Kapoor Schauspielerin Bollywood Indien
কারিনা কাপুরছবি: AP

ইউটিভি স্টারস'এর বিপণন বিভাগের প্রধান নিখিল গান্ধি বলেন, ‘‘ভারতীয় সিনেমার ইতিহাসে কাপুর পরিবারই হচ্ছে প্রথম ‘সিনেমা পরিবার'৷ বলিউডের শুরু থেকে আজ অবধি ফিল্ম পাড়ায় কাপুর পরিবারের ভূমিকা অতুলনীয়৷ তাই এই অনুষ্ঠানে প্রথমে কাপুর পরিবারকেই সম্মান জানানো হলো৷''

ভারতে সিনেমার নায়ক-নায়িকাদের অনেক ক্ষেত্রে দেবতার মতোই মান্য করা হয়৷ এমনকি তাঁদের নামে মন্দির প্রতিষ্ঠা করাও ভারতে তেমন নতুন কিছু নয়৷ তাই মনে করা হচ্ছে, প্রতিবছর এমন একটি অনুষ্ঠান আয়োজন করা হলে, ভক্তরা তাদের প্রিয় ‘সুপার স্টার'দের আরো কাছে থেকে দেখতে পাবে৷ কিংবদন্তী তারকাদের ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে নিজের ছবিও তুলতে পারবে৷ ছুঁয়ে দেখতে পারবে প্রিয় তারকাদের হাতের ছাপ৷

আর শুধু মুম্বই শহরের মানুষই নয়, ভারতের বিভিন্ন রাজ্যের মানুষও এই ‘ওয়াক অব স্টারস' দেখার জন্য উড়ে আসবে মুম্বই'এ৷ আর অনেক মানুষের এক সঙ্গে আগমনের ফলে মুম্বই'এর বান্দ্রা এলাকায় ট্যুরিজম বাণিজ্যও বেশ জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে৷

প্রতিবেদন: আফরোজা সোমা / এএফপি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য