বঙ্গবাজারের আগুনে আট জন হাসপাতালে
৪ এপ্রিল ২০২৩বিজ্ঞাপন
তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন৷
তিনি বলেন, সাত জন কে ঢাকা মেডিকেলে এবং একজনকে বার্ন ইনিস্টিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ বার্ন ইনস্টিটিউটে যিনি এসেছেন, তিনি ধোঁয়ায় অসুস্থ হয়েছেন৷
আহতরা হলেন–ফায়ারসার্ভিসের তিন কর্মীর মধ্যে রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫) ঢাকা মেডিকেলে এবং মেহেদী হাসান (২৮) বার্ন ইন্সটিটিউটে চিকিৎসা নিয়েছেন৷
এছাড়া নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০) রুবেল (৩২) ও দুলাল মিয়া (৬০) ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন৷
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে দেশে অন্যতম বড় এই কাপড়ের মার্কেটে আগুন লাগে৷ ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট মিলে চার ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)