বইমেলায় যখন শিশুদের রাজত্ব
বইমেলায় শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুপ্রহর৷ এ-সময় সার্বিক প্রচেষ্টা থাকে শিশুদের জন্য উন্মুক্ত পরিবেশ দেয়ার৷শিশুদের জন্য নানা আয়োজনও থাকে এই ২ ঘণ্টা৷
গল্প শোনায় সিসিমপুরের বন্ধুরা
শিশু প্রহরের দুই ঘণ্টায় গল্প শোনাতে আসে জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিসিমপুরের ইকরি, টুকটুকি, হালুম ও শিকু৷ পুরো সময়্টা জুড়ে শিশু পাঠকদের গল্প শোনায় এই বন্ধুরা৷ ছবি তোলে, সিসিমপুরের স্টলে বসে বইও বিক্রি করে৷
শিশুদের জন্য স্টল ৭৫টি
শিশুদের জন্য আলাদা শিশুকর্নার করা হয়েছে মেলায়৷ এতে ৭৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে৷ এখানে শিশুদের খেলার ব্যবস্থা রয়েছে৷ বসে বই পড়ার সুবিধাও আছে
নানা আয়োজন
প্রতি শুক্র ও শনিবার শিশু প্রহরে বাংলা একাডেমির মূল মঞ্চে থাকে ছবি আঁকার প্রতিযোগিতা৷ এছাড়া শিশুদের জন্য গান, গল্প শোনার আয়োজন করা হয়৷
খেলার সুযোগ
শুধু বই পড়া, কেনা বা গল্প শোনা নয়, মেলা কর্তৃপক্ষ খেলার সুযোগও দিয়েছে৷ শিশু চত্ত্বরে খেলে বেড়ানোর জন্য সী-স, স্লিপারের মতো ‘খেলনা’ বসানো হয়েছে৷
আগ্রহ কমিকসে
মেলায় শিশুদের বই কেনার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কমিকসের বই সর্বাগ্রে৷ প্রায় সব কমিকসের বইয়ের স্টলের সামনেই শিশুদের ভিড় চোখে পড়বার মতো৷ শিশুদের কাছে মুহাম্মদ জাফর ইকবালের বইয়ের আকর্ষণও কিছু কম নয়৷
প্রতিদিনই যেতে পারবে শিশুরা
মেলায় শিশু প্রহর আলাদা করে হলেও বাকিদিনগুলোতেও শিশুদের মেলায় প্রবেশে কোনো বাধা নেই৷ তবে অন্য সময় শিশুদের জন্য আলাদা করে বিশেষ কোনো আয়োজন থাকে না৷