1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলের মাঠে, গোলপোস্টে নতুন প্রযুক্তি

৬ ডিসেম্বর ২০১১

খেলার ফল নিশ্চিত করতে, বিশেষ করে গোল আদৌ হল কি হল না তা স্পষ্ট করে জানতে গোললাইনে নতুন প্রযুক্তি ব্যবহারের পক্ষ নিয়েছেন বিশ্ব ফুটবল ফেডারেশন ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার৷

https://p.dw.com/p/13NYS
গোল লাইন প্রযুক্তিছবি: CAIROS

গত বছরের বিশ্বকাপে ইংল্যান্ড আর জার্মানির খেলার কথা মনে আছে? ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের না দেয়া গোলটির কথা? গোল হয়েছিল কিন্তু যেহেতু রেফারি দেখতে পাননি তাই গোলটা ধরেননি তিনি৷ এরপরই শুরু হয় সামালোচনা, গোললাইনে এক্সট্রা ক্যামেরা, লাইন্সম্যান বসানোর পক্ষে-বিপক্ষে যুক্তি৷

মঙ্গলবার ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার জার্মানির বিল্ড পত্রিকায় একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, খেলার মান বাড়াতে গোললাইনে প্রযুক্তি বসাতে ফিফা রাজি৷ আগামী বছর তা অনুমোদন করা হবে৷ তিনি বলেন, ‘‘এই ধরণের অতিরিক্ত সাহায্যের প্রয়োজন রয়েছে৷ গোললাইন প্রযুক্তি তার মধ্যে অন্যতম৷ এই প্রযুক্তি নিখুঁতভাবে, দ্রুত এবং সরাসরি আমাদের হাতে ফলাফল পৌঁছে দেবে৷ এ ধরণের প্রযুক্তি ব্যবহার করতে ফিফা প্রস্তুত৷''

Goal Line Technology Flash-Galerie
ছবি: CAIROS

৭৫ বছর বয়সি ব্ল্যাটার জানান, আগামী মার্চ মাসে ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড সিদ্ধান্ত নেবেন এই প্রযুক্তি আমরা ব্যবহার করবো কিনা৷ যদি বোর্ড রাজি হয় তাহলে ২০১২-১৩ সালের সিজনের খেলা থেকেই এই প্রযুক্তি দেখা যাবে মাঠে৷

গত বছরের বিশ্বেকাপে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলটি না দেয়ায় চরম সমালোচনার মুখে পড়ে রেফারির সিদ্ধান্ত গ্রহণের ইস্যুটি৷ সেই খেলায় হেরে যায় ইংল্যান্ড৷ বলা যায়, গোলটি না দেয়ায় খেলার স্পৃহাটাও যেন হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড৷ এরপরই গোললাইনে নতুন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবে ফিফা৷

যদি কোন ধরণের আপত্তি না তুলে সবকিছু ঠিকঠাক মত মেনে নেয় সংশ্লিষ্ট বোর্ড তাহলে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে পেশাগত রেফারির পাশাপাশি এই নতুন গোললাইন প্রযুক্তিও দেখা যাবে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য