ফুটবলের মাঠে, গোলপোস্টে নতুন প্রযুক্তি
৬ ডিসেম্বর ২০১১গত বছরের বিশ্বকাপে ইংল্যান্ড আর জার্মানির খেলার কথা মনে আছে? ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের না দেয়া গোলটির কথা? গোল হয়েছিল কিন্তু যেহেতু রেফারি দেখতে পাননি তাই গোলটা ধরেননি তিনি৷ এরপরই শুরু হয় সামালোচনা, গোললাইনে এক্সট্রা ক্যামেরা, লাইন্সম্যান বসানোর পক্ষে-বিপক্ষে যুক্তি৷
মঙ্গলবার ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার জার্মানির বিল্ড পত্রিকায় একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, খেলার মান বাড়াতে গোললাইনে প্রযুক্তি বসাতে ফিফা রাজি৷ আগামী বছর তা অনুমোদন করা হবে৷ তিনি বলেন, ‘‘এই ধরণের অতিরিক্ত সাহায্যের প্রয়োজন রয়েছে৷ গোললাইন প্রযুক্তি তার মধ্যে অন্যতম৷ এই প্রযুক্তি নিখুঁতভাবে, দ্রুত এবং সরাসরি আমাদের হাতে ফলাফল পৌঁছে দেবে৷ এ ধরণের প্রযুক্তি ব্যবহার করতে ফিফা প্রস্তুত৷''
৭৫ বছর বয়সি ব্ল্যাটার জানান, আগামী মার্চ মাসে ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড সিদ্ধান্ত নেবেন এই প্রযুক্তি আমরা ব্যবহার করবো কিনা৷ যদি বোর্ড রাজি হয় তাহলে ২০১২-১৩ সালের সিজনের খেলা থেকেই এই প্রযুক্তি দেখা যাবে মাঠে৷
গত বছরের বিশ্বেকাপে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলটি না দেয়ায় চরম সমালোচনার মুখে পড়ে রেফারির সিদ্ধান্ত গ্রহণের ইস্যুটি৷ সেই খেলায় হেরে যায় ইংল্যান্ড৷ বলা যায়, গোলটি না দেয়ায় খেলার স্পৃহাটাও যেন হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড৷ এরপরই গোললাইনে নতুন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবে ফিফা৷
যদি কোন ধরণের আপত্তি না তুলে সবকিছু ঠিকঠাক মত মেনে নেয় সংশ্লিষ্ট বোর্ড তাহলে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে পেশাগত রেফারির পাশাপাশি এই নতুন গোললাইন প্রযুক্তিও দেখা যাবে৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক