ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড
২৯ মে ২০২৪মঙ্গলবার স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়৷ গত বছর হামাসের হামলার পর থেকে গাজায় যে হামলা চালাচ্ছে ইসরায়েল, তা নিয়ন্ত্রণে আনতে ও আন্তর্জাতিক মহলে ইসরায়েলকে চাপে রাখতে এমন পদক্ষেপ এই তিন পশ্চিমা রাষ্ট্রের৷
এই কূটনৈতিক পদক্ষেপের নিন্দা করেছে ইসরায়েল, যার কোনো প্রভাব গাজায় চলমান যুদ্ধে পড়বে না বলে মনে করে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড৷
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এক বিবৃতিতে বলেন, ‘‘ এই ঐতিহাসিক সিদ্ধান্তের একটা লক্ষ্য, তা হলো ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সাহায্য করা৷''
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বলেন, সানচেস সরকার ‘ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের উসকানি দিচ্ছে৷'
ডাবলিনে আয়ারল্যান্ডের সংসদ ভবন লাইনস্টার হাউসের বাইরে ওড়ানো হয় ফিলিস্তিনের পতাকা৷
সংসদে এই সিদ্ধান্ত পাস হবার পর আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, ‘‘আমি আশা করি যে এতে ফিলিস্তিনের মানুষ আশার বার্তা পাবে, তাদের এই অন্ধকার সময়েও, যে আয়ারল্যান্ড তাদের পাশে আছে৷''
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রী এসপেন বার্থ এইড একটি বিবৃতিতে বলেন, ‘‘৩০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে সবচেয়ে দৃঢ়ভাবে দাবি জানিয়ে আসছে নরওয়ে৷ আজ রাষ্ট্রের স্বীকৃতি প্রদানের বিষয়টি দুই দেশের সম্পর্কে একটি মাইলস্টোন৷''
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে আরো যেসব রাষ্ট্র
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ফিলিস্তিনকে আগেই রাষ্ট্রের স্বীকৃতি দেয়৷
স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গ্লব সোমবার বলেন, তাদের সরকার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে কিনা সেই সিদ্ধান্ত তারা বৃহস্পতিবার নেবে৷ তার আগে দেশটির সংসদে আলোচিত হবে বিষয়টি৷
ফিনল্যান্ডের সরকারি সম্প্রচার সংস্থা ওয়াইএলই মঙ্গলবার সে দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবকে উদ্ধৃত করে বলে নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার বিষয়টি ‘ভবিষ্যতে বিবেচিত হবে৷'
ইসরায়েলের অস্তিত্ব মেনে নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার ধারণাকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য৷ কিন্তু তার নিষ্পত্তি আলোচনার মাধ্যমেই হওয়া উচিত বলে মনে করে এই রাষ্ট্র দুটি৷ নেতানিয়াহুর মতে, সরাসরি আলোচনার মাধ্যমেই এই সংঘাতের সমাধান সম্ভব৷
মঙ্গলবারের বক্তব্যে সানচেস বলেন যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবার এই সিদ্ধান্ত ‘কারো বিরুদ্ধে নেওয়া হয়নি, ইসরায়েলের বিরুদ্ধে তো কোনোমতেই নয়৷ কারণ, তারা বন্ধুত্বপূর্ণ মানুষ, যাদের আমরা সম্মান করি, প্রশংসা করি, যাদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখতে চাই৷''
এসএস/এসিবি (এপি, রয়টার্স)