প্লাতিনিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ মেসির সামনে
৮ জানুয়ারি ২০১২বছর দুই হলো, ফিফার সেরা ফুটবলারের সঙ্গে সঙ্গে ফরাসি ফুটবল ফেডারেশনের বালঁ দ'র খেতাবটিও একসঙ্গে দেওয়া হচ্ছে৷ একসঙ্গে এই পুরস্কারকে বলা হচ্ছে ফিফা বালঁ দ'র৷ আর দুইবারই সেটা গিয়েছে লিওনেল মেসির ঝুলিতে৷ এবারও তিনি সেটা জিততে পারবেন কিনা, সেটি দেখার অপেক্ষায় ফুটবল বোদ্ধারা৷ বিশেষ করে ফরাসিরা বেশ উন্মুখ হয়ে আছে তা জানতে৷ কারণ ফরাসি ফুটবল কিংবদন্তী বলে খ্যাত মিশেল প্লাতিনি ছাড়া আর কোন ফুটবলার এখন পর্যন্ত ফরাসি ফুটবল ফেডারেশনের এই সর্বোচ্চ পুরস্কারটি টানা তিনবার জেতেনি৷ ইউরোপীয় ফুটবল ফেডারেশন বা উয়েফার বর্তমান প্রেসিডেন্ট প্লাতিনি ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বালঁ দ'র পুরস্কারটি জেতেন৷
গত কয়েক বছর ধরেই ফুটবল বিশ্বে মেসি-রোনাল্ডো প্রতিদ্বন্দ্বিতা চলছে৷ বিগত ২০০৮ সালে ফিফার বর্ষসেরা খেতাব জয়ের পর পরের তিন বছর মেসির কাছে তা খুইয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ এই বছরও মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তিনি৷ ইতিমধ্যে রিয়ালের জার্সি চড়িয়ে গত নভেম্বরে এক'শ গোলের মাইলফলক পার হয়েছেন এই ২৬ বছর বয়সী ফুটবলার৷ গত বছর লা লিগায় ৪০টি গোল করে এক মৌসুমে সর্বাধিক গোল করার রেকর্ড করেন এই পর্তুগিজ খেলোয়াড়৷ গত বছর স্প্যানিশ লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হার মানতে হয়েছে রিয়াল মাদ্রিদের৷ তবে দলীয় ব্যর্থতার মধ্যেও রোনাল্ডোর অব্যাহত পারফরমেন্স জ্বলজ্বল করছে৷
অন্যদিকে গত বছর লিগ শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে বার্সেলোনা৷ আর মেসির পারফরমেন্সও ছিল ধারাবাহিক৷ দলের পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোল এসেছে তার পা থেকে৷ চলতি মৌসুমে ইতিমধ্যে বার্সেলোনার হয়ে দুইশ গোলের মাইলফলক পার হয়েছেন ২৪ বছর বয়সী তারকা৷ ক্রমেই তিনি এগিয়ে যাচ্ছেন বার্সার অল টাইম রেকর্ডের মালিক সেজার রড্রিগেজের ২৩৫ গোলের রেকর্ডের দিকে৷ ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় সাফল্যও মেসির জন্য একটি প্লাস পয়েন্ট৷ তবে এই অর্থে এবারের বিশ্ব সেরা ফুটবলারের দৌড়ে বার্সা সতীর্থদেরও মোকাবিলা করতে হবে মেসিকে৷ তার মধ্যে অন্যতম বার্সার স্প্যানিশ তারকা জাবি৷ গত বছর ফিফার শর্ট লিস্টে তৃতীয় অবস্থানে থাকা এই খেলোযাড় মেসির মতই দুর্দান্ত খেলে যাচ্ছেন৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী